আজকাল ওয়েবডেস্ক: সোনার হাঁসকে এখনই শেষ করে দিও না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পরামর্শ দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

অস্ট্রেলিয়া সফরে পারথ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরা। ভারত সেই টেস্ট জিতেছিল। সিডনি টেস্টেও বুমরার হাতেই ছিল দেশের নেতৃত্বের আর্মব্যান্ড। কিন্তু পিঠের চোটের কারণে দ্বিতীয়  ইনিংসে তিনি বলই করতে পারেননি। 

রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ফলে বুমরাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ভরাডুবির পরে রোহিত শর্মার হাতে আর ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠবে কিনা, তা নিয়েই প্রশ্নচিহ্ন। কোহলিও ক্যাপ্টেন হতে পারেন। আবার বুমরার হাতেও দেওয়া হতে পারে নেতৃত্ব। 

পরিস্থিতি যখন এরকম তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পরামর্শ দিয়ে কাইফ বলছেন, ''সোনার হাঁসকে খতম করে দিও না। বুমরাকে ক্যাপ্টেন করার আগে বিসিসিআই-এর দু'বার ভাবা উচিত। উইকেট নেওয়া এবং পুরোদস্তুর ফিট থাকার উপরই নজর দেওয়া উচিত বুমরার। লিডারশিপের দায়িত্ব দিয়ে দাওয়ার অর্থ ওর উপরে অনাবশ্যক চাপ তৈরি করা। তার ফলে চোট হয়ে যেতে পারে। দুর্দান্ত একটা কেরিয়ার সংক্ষিপ্ত হয়ে যেতে পারে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">January 8, 2025

হরভজন সিংয়ের মতো প্রাক্তন তারকা বুমরা প্রসঙ্গে দুষেছেন টিম ম্যানেজমেন্টকেই। বলেছেন, বুমরার কোমরটাই তো তোমরা ভেঙে দিয়েছো।