আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বিশ্বজয় করতে না পারো, পাকিস্তানকে হারাও।
পাকিস্তানকে হারানো বিশ্বজয় করারই সামিল। ভারত-পাক ম্যাচের গুরুত্ব এমনই। আর সেই ম্যাচ নিয়েই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দিনকয়েক আগে বলেছিলেন, আর পাঁচটা ম্যাচ যেমন, ভারত-পাক ম্যাচও তেমনই।
গম্ভীরের সঙ্গে এই ব্যাপারে একেবারেই একমত নন দেশের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কাছে এই ম্যাচের গুরুত্ব সব দিক দিয়েই অন্যরকম।
নিজেও একসময়ে এই ম্যাচে নেমেছেন। কোচ থাকার সময়ে পরিকল্পনা করতে হয়েছিল তাঁকে। সেই শাস্ত্রী বলছেন, ''মিডিয়ার সামনে অনেক কথাই বলতে হয়। কোচ থাকার সময়ে গৌতম গম্ভীরের মতো আমিও বলেছি, আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচটা। কিন্তু গভীরে যদি ঢোকা হয়, তাহলে বোঝা যাবে এই ম্যাচের গুরুত্ব।''
অন্য ম্যাচে জেতা-হারা মানুষ ভুলে যায় কিন্তু ভারত-পাক ম্যাচের কথা মনে থেকে যায় দীর্ঘদিন। এই ম্যাচ আবেগের। এই ম্যাচ টেনশনেরও। রবি শাস্ত্রী জানেন তা। গৌতম গম্ভীরও যে জানেন না, তা নয়।
শাস্ত্রী আরও গভীরে গিয়ে বলছেন, ''অতীতে কটা ম্যাচ জিতেছো তা ভুলে যাবে লোকে। ১০টার মধ্যে আটটা-নটা ম্যাচ জিতলেও কিচ্ছু যায় আসে না। সবাই পাকিস্তানের বিরুদ্ধে জেতা দেখতে চাইবেন। হেরে গেলে পরের সাক্ষাতের আগে পর্যন্ত তা মানুষের মাথায় ঘুরতে থাকে। ভারতের রাস্তাঘাটে সবাই জানতে চায় ম্যাচের ফলাফল। ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত জিজ্ঞাসা করে ভারতের কী হল?পাকিস্তানেও তেমনই। ফলে এটা নিছক কোনও ম্যাচ নয়।''
শাস্ত্রী বোঝাতে চাইলেন গৌতম গম্ভীর যতই আর পাঁচটা ম্যাচের মতো বলে ভারত-পাক লড়াইকে হালকা করে দেখাতে চান, তা মোটেও হালকা নয়।
