আজকাল ওয়েবডেস্ক: পাক্কা ১২৮ বছর পর। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের পর। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোনা জিততে মরিয়া চিন। এ কথা জানালেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন স্টিভ ওয়া।
স্টিভ ওয়া নিজেই কিংবদন্তি। ১৯৯৯ বিশ্বকাপে তাঁর ক্যাচ হার্শেল গিবস ফেলার পরে অজি অধিনায়ক স্টেভ ওয়ার মন্তব্য অমর হয়ে থাকবে ক্রিকেট রূপকথায়। সেই স্টিভ ওয়াই জানালেন চিনের এই মরিয়া চেষ্টার কথা।
১৯০০ সালের অলিম্পিক্সে ছিল ক্রিকেট। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল। আইসিসি দীর্ঘদিন ধরেই ক্রিকেটকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল। তা অবশেষে সফল। ছ’টি দল খেলবে টি২০ ফর্ম্যাটে। পুরুষ এবং মহিলা, দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারবেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।
ওয়া বলছেন, ''অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণার পর থেকেই চিন ক্রিকেট দল তৈরিতে উঠে পড়ে লেগেছে। সোনা জেতার ব্যাপারে তারা খুব সিরিয়াস। টি-টোয়েন্টি ক্রিকেট দারুণ জনপ্রিয়। প্রতিদিনই উন্নতি করছে। টেস্ট ক্রিকেট টিকে থাকবে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট আধিপত্য বজায় রাখবে।''
আয়োজক দেশ হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে আমেরিকা। বাকি দেশগুলিকে যোগ্যতা অর্জন করতে হবে।
