আজকাল ওয়েবডেস্ক:‌ প্র‌য়াত ইংল্যান্ড দলের প্রাক্তন ফুটবল কোচ সেন গোরান এরিকসন। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হার মানলেন তিনি। ইংল্যান্ডের ফুটবল দলের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। গত জানুয়ারিতে তাঁর ক্যান্সার ধরা পড়ে। তার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুইডিস কোচ। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন তিনি।
তাঁর কোচিংয়ে ২০০২ ও ২০০৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। জানা গেছে সোমবার সকালে সুইডেনের বাড়িতেই মারা যান এরিকসন। আন্তর্জাতিক ফুটবল ছাড়া ক্লাব ফুটবলেও দীর্ঘ দিন সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন এরিকসন। বেনফিকা, রোমা, লাজিও, ম্যাঞ্চেস্টার সিটি, লেস্টার সিটির মতো ক্লাবগুলির দায়িত্ব সামলেছেন। ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো, আইভোরি কোস্ট এবং ফিলিপিন্সের জাতীয় দলের কোচ হিসাবে কাজ করেছেন। চার দশকের বেশি সময় কোচিং করিয়েছেন এরিকসন। কোচ হিসেবে জিতেছেন ১৮টি খেতাব। তাঁর মৃত্যুতে প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, ‘‌সত্যিকারের ভদ্রলোক ছিলেন তিনি।’‌ ইংল্যান্ড ফুটবল সংস্থাও এরিকসনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি সুইডেনের সুনে জন্মগ্রহণ করেছিলেন এরিকসন। ফুটবলার জীবনে ছিলেন রাইট ব্যাক। ১৯৭৭ সালে কোচিং শুরু করেন তিনি। ২০০১ সালে প্রথম বিদেশি কোচ হিসাবে সুইডেনের এরিকসনকে বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের ফুটবল কর্তারা। কোচ হিসাবে উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।