আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ৫ ডিসেম্বর। ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যান পদে বসেছেন জয় শাহ। আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি বসবেন সমস্ত বোর্ড মেম্বারদের সঙ্গে। ১৬ জন বোর্ড সদস্যের সঙ্গে শাহ দায়িত্ব নেওয়ার পরেই সাক্ষাৎ করেছিলেন। আর বৃহস্পতিবার বসবেন বৈঠকে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিই মূল আলোচ্য বিষয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিতে রাজি। সেক্ষেত্রে পাকিস্তানও আইসিসি ইভেন্টে অংশ নিতে আর ভারতে যাবে না। কিন্তু এই দাবি আইসিসির কোনও সদস্যই মেনে নেয়নি। যার মধ্যে আইসিসি চেয়ারম্যান ছাড়াও, ১২ পূর্ণ সদস্য দেশ, তিন অ্যাসোসিয়েট সদস্য দেশ এই প্রস্তাব মেনে নেয়নি।
তাই এদিনের বৈঠকে পিসিবিকে চাপ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি বেগতিক বুঝে পিসিবিও সুর নরম করে বলেছে বৈঠক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হোক। যদিও পাকিস্তান যদি ক্রমাগত জেদ ধরে থাকে সেক্ষেত্রে একটাই রাস্তা খোলা রয়েছে বলে খবর।
সেই রাস্তা হল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এবং পাকিস্তানের বদলে অন্য কোনও দেশকে খেলার সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তানকে ছাড়াই হবে টুর্নামেন্ট।
আর দ্বিতীয় উপায় সেভাবে কিছু নেই। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিলে পাকিস্তান বোর্ড তো বটেই, আইসিসিরও আর্থিক ক্ষতি হবে প্রচুর। পাকিস্তান ইতিমধ্যেই স্টেডিয়াম তৈরি ও পরিকাঠামো উন্নতিতে বহু টাকা খরচ করে ফেলেছে। তাই বৃহস্পতিবারের বৈঠক মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
