আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের অচলাবস্থা কবে কাটবে? কেউ জানেন না। দফায় দফায় মিটিং হয়েছে। আলোচনা চলেছে। কিন্তু অনিশ্চয়তা কাটেনি।
এই পরিস্থিতিতে এফসি গোয়া তাদের প্রথম টিমের সব কর্মকাণ্ড বন্ধ করে দিল।
বেঙ্গালুরু এফসিও একই পথে হেঁটেছে। এফসি গোয়ার সিইও রবি পুষ্কর সোমবার প্রথম দলের সঙ্গে অনলাইন মিটিং করেন। সেখানেই কঠিন পরিস্থিতির উল্লেখ করেন সদস্যদের কাছে।
সিইও জানান, ক্লাব হিসেবে যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছেন এই কঠিন সময়ে। কিন্তু ভারতীয় ফুটবল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অচলাবস্থা কাটছে না। দীর্ঘ এই অনিশ্চয়তার প্রেক্ষিতে এফসি গোয়া এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা প্রথম দলের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করে দিচ্ছে। এটাই শেষ রাস্তা ছিল তাদের।
২৪ ডিসেম্বর পর্যন্ত এফসি গোয়া সক্রিয় ছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ স্টেজে ফতোরদায় এফসি ইস্তিকললের মুখোমুখি হয়েছিল গোয়া। গোয়ার ফুটবলাররা প্রতীকী প্রতিবাদ দেখান। তাঁরা হাঁটু মুড়ে বসে পড়েন ফুটবলাররা। ভারতীয় ফুটবলের অচলাবস্থার কথা গোয়ার ফুটবলাররা তুলে ধরেন ওই প্রতীকী প্রতিবাদের মাধ্য়মে। বিশ্বের দরবারে পৌঁছে দেন ভারতীয় ফুটবলের খারাপ সময়ের কথা। যদিও পরবর্তীকালে এফসি গোয়া সোশ্যাল মিডিয়ায় জানায় তাদের ফুটবলারদের এই ইঙ্গিতের আসল কারণের কথা। তাজিকিস্তানের দল ইস্তিকলল গোয়ার ফুটবলারদের এহেন আচরণে স্তম্ভিত হয়ে যান। এদিকে আইএসএলের জন্য ফেডারেশন ফিনান্স কমিটি আনুমানিক সাত কোটি বরাদ্দ করেছে।
এদিকে আজ সব নজর রাজধানীর মিটিংয়ে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার জন্য আইএসএলের সব ক্লাবকে ডাকা হয়েছে। দুপুর তিনটেয় এই বৈঠক হওয়ার কথা। সোমরাতেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ প্রতিটি ক্লাবকে আলাদা করে ফোন করেছেন এই বিষয়ে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গেও আলোচনা হতে পারে। আজই কি আইএসএলের ভবিষ্যৎ জানা যাবে?
গোটা দেশ অপেক্ষায় রয়েছে ভাল খবরের। অনেকেই মনে করছেন আজই হয়তো আইএসএলের দিনক্ষণ জানা যাবে। যদিও ভারতীয় ফুটবলে এখন সবই সম্ভব। দফায় দফায় আলোচনা, বৈঠকের পরেও সমাধানসূত্র বের হয়নি আইএসএলের। এর মধ্যেই আজই ডাকা হয়েছে আইএসএলের ক্লাবগুলোকে। কী হয় সেটাই এখন দেখার।
