আজকাল ওয়েবডেস্ক: বিরাটকে দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের ভিড়। মাঠ প্রায় ভরে গিয়েছে। শেষ কবে রনজির ম্যাচে এত দর্শক হয়েছে তা জানার জন্য পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে।
কোহলিকে দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভিড়। ১২ বছর পর রনজি খেলতে নেমেছেন বিরাট কোহলি। বিরাটকে একঝলক দেখার জন্য রাত তিনটে থেকে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা।
বৃহস্পতিবার রেলওয়েজের বিরুদ্ধে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ফলে ফিল্ডিং করতে মাঠে নামেন কোহলি। তাঁকে মাঠে দেখামাত্রই দর্শকরা গর্জে ওঠেন। এক ভক্ত তো নিরাপত্তাবেষ্টনী ভেদ করে সোজা মাঠে বিরাটের সামনে চলে আসেন। বিরাটের পদধূলি নেন।
বিরাটের জন্য এই ম্যাচের মর্যাদা বেড়ে যায়। সবাই দেখতে এসেছিলেন কোহলির ব্যাটিং। কিন্তু রেলওয়েজ ব্যাট নেওয়ায় প্রথম দিন বিরাট ব্যাটিং দর্শন করা সম্ভব হয়নি।
RCB..RCB..Kohli Ko Bowling Do Chants At Arun Jaitley Stadium, Delhi.????#ViratKohli #RCB #RanjiTrophy @imVkohli pic.twitter.com/GMQU4E5MFL
— virat_kohli_18_club (@KohliSensation)Tweet by @KohliSensation
অধৈর্য দর্শকরা বলতে থাকেন, কোহলিকে বল দো। তাঁরা কোহলির বোলিং দেখতে চেয়েছিলেন। স্লিপে দাঁড়ানো কোহলির কানে পৌঁছয় ভক্তদের সেই আর্তি। কোহলি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি। তিনি বরং দিল্লির বোলারদের উৎসাহ দেন।
