আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক দল আর বলা যাচ্ছে না। একেবারে স্থানীয় দল হয়ে গিয়েছে পাকিস্তান। এমনই ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতা। তারপর নিউজিল্যান্ডের কাছে ১–৪ ব্যবধানে টি২০ সিরিজ হার। বাবর, রিজওয়ানদের মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের উপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু জয় এসেছে মাত্র একটি ম্যাচে।
কামরানের কাছে এই হার লজ্জাজনক। তিনি পাক ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন পক্ষপাতিত্ব নয়, যোগ্যতার ভিত্তিতে দল তৈরির। ভারতের উদাহরণ তুলে ধরেছেন তিনি। কামরানের কথায়, ‘আমাদের দলটা একেবারে স্থানীয় দল হয়ে গেছে। লজ্জাজনক পারফরম্যান্স। কোনও নম্বরই দেওয়া যাচ্ছে না। এটা কেউ বুঝতে পারছে না। আইপিএলের কথাই বলছি। সেখানে খেলা তরুণ ক্রিকেটাররা এই পাকিস্তান দলকে হারিয়ে দেবে। ভারত টি২০ বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ জিতেছে কারণ যোগ্যতার ভিত্তিতে তারা দল তৈরি করেছে। আর পাকিস্তানে দল নির্বাচনে পক্ষপাতিত্ব করা হয়। এর ওর পছন্দের ক্রিকেটাররা সুযোগ পেয়ে যায়।’
অধিনায়ক সলমন আঘা সিরিজ হারের পর সাফাই দিয়ে বলেছেন, ‘নিউজিল্যান্ড দুর্দান্ত খেলেছে। সব বিভাগে আমাদের হারিয়েছে। তবুও বেশ কিছু পজিটিভ বিষয় আমাদের নজরে এসেছে। অকল্যান্ডে হাসান ও হ্যারিস দুর্দান্ত ব্যাটিং করেছিল। শেষ ম্যাচে সুফিয়ান ভাল বল করেছে। আমাদের ফোকাস এখন এশিয়া কাপ ও আগামী বছরের টি২০ বিশ্বকাপ। তাই সিরিজ হারকে বড় করে দেখছি না। পজিটিভ বিষয়গুলোতেই নজর দিচ্ছি।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে পাকিস্তানের। যা শুরু হবে শনিবার থেকে।
