আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিলেও সমস্যা হবে না টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ও দু’বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ড্যারেন লেম্যান এমনটাই মনে করেন। দেশের হয়ে ২৭ টেস্ট ও ১১৭ একদিনের ম্যাচ খেলেছেন লেম্যান।
চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা বুমরার প্রশংসা করেছেন লেম্যান। জানিয়েছেন, একটা সিরিজে এরকম পারফর্ম করতে দীর্ঘদিন কোনও ক্রিকেটারকে দেখা যায়নি। এদিকে, বিরাট ও রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ভারতীয় ক্রিকেট একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মত লেম্যানের। তাঁর কথায়, ‘যখন সময় হবে দুই ক্রিকেটারই সরে যাবে। দু’জনেই বড় ক্রিকেটার। দীর্ঘদিন ধরে দেশের হয়ে সেরা ক্রিকেটটা খেলেছে।’ এরপরই লেম্যানের সংযোজন, ‘কিন্তু এখন তরুণ ক্রিকেটাররা উঠে আসছে। বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেটে গভীরতা কতটা। তাই চিন্তিত হওয়ার কিছু নেই।’ লেম্যানের কথায়, ‘যখন এই দুই ক্রিকেটার সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে, তখন ঠিক তরুণ ক্রিকেটাররা তৈরি হয়ে যাবে।’ যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ লেম্যান বলেছেন, ‘খুব ভাল প্রতিভা। দীর্ঘদিন পর এরকম প্রতিভা দেখলাম।’
ইংরেজ ক্রিকেটার হ্যারি ব্রুক ও যশস্বীকে পরবর্তী প্রজন্মের তারকা বলে মনে করছেন লেম্যান। আর বুমরাকে অন্য পর্যায়ের বোলার বলে জানিয়েছেন তিনি। লেম্যানের কথায়, ‘এরকম ইমপ্যাক্ট আক্রাম, ম্যাকগ্রাথের পর বুমরার মধ্যে দেখলাম।’ তিনি আরও বলেছেন, ‘২০১৩–১৪ অ্যাশেজে এরকম বোলিং করতে দেখেছিলাম অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে। সেই বোলিংই এবার করতে দেখছি বুমরাকে।’
