আজকাল ওয়েবডেস্ক: বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য অ্যাশেজের বাকি টেস্ট থেকে ছিটকে গেলেন জোরে বোলার মার্ক উড। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বাঁ হাঁটুতে চোটের জন্য অ্যাশেজের বাকি তিন টেস্টে খেলতে পারবেন না উড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড খবরটি নিশ্চিত করে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই ইংল্যান্ড ফিরে আসবেন উড। জানানো হয়েছে, দেশে ফেরার পর ইসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব চলবে উডের।
উডের পরিবর্ত হিসেবে সারের সিমার ম্যাথিউ ফিশারকে দলে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
এটা ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই চোট ভোগাচ্ছে উডকে। ওই টুর্নামেন্টে তিনি খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজেও ছিলেন না। তবে অ্যাশেজে ফিরেছিলেন। যদিও পারথ টেস্টে ১১ ওভারের পর আর বোলিং করতে পারেননি। পুরনো জায়গার ব্যথাই তাঁকে ভোগাচ্ছিল। চোটের জন্য ব্রিসবেন টেস্টে থেকেও তিনি ছিটকে যান। এবার অ্যাশেজের বাকি তিন টেস্টেও খেলতে পারবেন না স্টোকস।
চোটের জন্য অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলেউড আ্যাশেজে আর খেলতে পারবেন না। তবে কামিন্স হয়ত এডিলেড টেস্টে দল ঢুকবেন। যা শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।
এটা ঘটনা, পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ইংল্যান্ড পিছিয়ে গিয়েছে ০–২ ব্যবধানে। এই সিরিজ জিততে হলে বা ড্র রাখতে হলেও উডকে দরকার ছিল। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় চিন্তা আরও বাড়ল স্টোকসদের।
