আজকাল ওয়েবডেস্ক: অনভিজ্ঞ দল হলেও পুরো প্রস্তুতি নিয়েই এসেছে টিম ইন্ডিয়া। তেমনই ধারণা ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের। তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হবে। কিন্তু ইংল্যান্ডের কোচ মনে করেন, যথেষ্ট আত্মবিশ্বাসী হবে ভারতীয় তরুণ ব্রিগেড। তবে পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে রাখেন। জানান, তাঁরাও প্রস্তুত। ম্যাকালাম বলেন, 'ওরা ক্রিকেটে খুবই শক্তিশালী। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে। আমরাও সিরিজের অপেক্ষায়।'
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ছয় ম্যাচের সাদা বলের সিরিজে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। এবার লাল বলের ক্রিকেটে ফোকাস করবে ম্যাকালামের দল। ইংল্যান্ডের হেড কোচ বলেন, 'ছেলেদের তরতাজা থাকতে হবে। টেস্ট দল হিসেবে আমরা জানি কোথায় যেতে চাই।' মার্ক উডকে পাবে না ইংল্যান্ড। অন্তত প্রথম তিন টেস্টে পাওয়া যাবে না তাঁকে। প্রথম টেস্টে নেই জোফ্রা আর্চারও। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছেন গ্যাস আটকিনসন। সমস্যা সত্ত্বেও বোলিং বিভাগ নিয়ে আশাবাদী ইংল্যান্ডের হেড কোচ। ম্যাকালাম বলেন, 'কয়েকজন বোলারকে আমরা পাবো না। কিন্তু আমাদের বোলিং আক্রমণে যথেষ্ট ভারসাম্য আছে। ক্রিস ওকস, স্যাম কুক, জেমি ওভার্টন, জস টাং আছে। এছাড়া শোয়েব বশিরও আছে। টেস্ট ক্রিকেটে ক্রমাগত উন্নতি করছে। জানি ভারতের বিরুদ্ধে আমরা পরীক্ষিত হব। ওরা প্রস্তুত হয়েই আসবে।' বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তিনজন অভিজ্ঞ তারকাকে ছাড়া নামবে টিম ইন্ডিয়া। তাসত্ত্বেও ভারতের তরুণ ব্রিগেডকে গুরুত্ব দিচ্ছেন ম্যাকালাম।
