আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। প্রথম একাদশে একটিই বদল হয়েছে। পেসার গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এসেছেন জস টংগ। তবে অ্যাডিলেডের উইকেট স্পিন সহায়ক হলেও সুযোগ মিলল না শোয়েব বশিরের।


অ্যাশেজে ০–২ পিছিয়ে আছে ইংল্যান্ড। অ্যাডিলেডে হারলেই ফের খোয়াতে হবে অ্যাশেজ। এই পরিস্থিতিতে প্রথম একাদশে কোনও স্পিনার রাখল না ইংল্যান্ড। কোচ ম্যাকালাম ও অধিনায়ক স্টোকস দীর্ঘ আলোচনায় ঠিক করেছেন খেলবেন টংগ।


এটা ঘটনা অ্যাশেজ মোটেও ভাল যাচ্ছিল না অ্যাটকিনসনের। চলতি সিরিজে নিয়েছেন মাত্র তিন উইকেট। বল করেছেন ৫৪ ওভার। গড় ৭৮.‌৬৬।


২০২৩ সালে টেস্টে অভিষেকের পর এটা টংগের সপ্তম টেস্ট হতে চলেছে। এখনও অবধি নিয়েছেন ৩০ উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবেন টং। এর আগে লর্ডসে অ্যাশেজে অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংসেই আউট করেছিলেন স্মিথকে। ভারতের বিরুদ্ধেও ঘরের মাঠে সফল ছিলেন তিনি। তিন ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। তার মধ্যে একবার ইনিংসে পাঁচ উইকেটও ছিল। 


অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ:‌ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (‌অধিনায়ক)‌, জেমি স্মিথ (‌উইকেটরক্ষক)‌, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, জস টং। ‌

এদিকে, সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। অন্তত ১৬ জন মারা যান। ইহুদিদের উৎসবে নির্বিচারে গুলি চালিয়ে যে দু’‌জন এই হত্যালীলা চালিয়েছে তারা হল সাজিদ আক্রাম (৫০) ও তার পুত্র নবিদ আক্রাম (২৪)। জানা গেছে এই পিতা–পুত্র পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত।

এই ঘটনার পর অ্যাডিলেডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবার থেকে শুরু হবে টেস্ট। মাঠে ঢোকার সময় বেশ কয়েক বার তল্লাশি করা হবে দর্শকদের। মাঠের ভিতরেও নিরাপত্তারক্ষী অনেক বেশি থাকবে। টেস্ট চলাকালীন অ্যাডিলেডে দু’দেশের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে। কালো আর্মব্যান্ড পরে খেলবেন ক্রিকেটাররা। বুধবার খেলা শুরুর আগে শ্রদ্ধা জানানো হবে মৃতদের।