আজকাল ওয়েবডেস্ক: ছয় বছর পর টেস্ট ক্রিকেটের আসর ইডেনে। ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা। তবে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে নেই কাগিসো রাবাদা। যা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা।
এদিকে, চার স্পিনারে খেলছে ভারত। চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। রয়েছেন ধ্রুব জুরেলও। তবে প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের। বদলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
ভারতের প্রথম একাদশ এরকম: যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
এটা ঘটনা, ইডেনের পিচে টস ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটাররা যেটুকু সাহায্য পাবে, সেটা ওই প্রথম এক–দুদিনই। তারপর থেকে পিচে ভাল টার্ন থাকার কথা। ফলে যারা প্রথমে ব্যাট করবে তারা বাড়তি সুবিধা পাবেই। সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করল টিম ইন্ডিয়া।
এটা ঘটনা, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে অসন্তোষ ছিল গৌতম গম্ভীরের। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন পিচ চেয়েও পাননি তিনি। শুভমান গিল বৃহস্পতিবার জানান, পিচ ঠিক মতো বুঝতে পারছেন না। তার মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ বেছে নিল ভারতীয় শিবির। আর প্রথম একাদশ থাকলেন চার স্পিনার। ফলে জায়গা হল না সাই সুদর্শন কিংবা আকাশদীপের।
