আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ইডেনে মহারণ। বছরের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের ভরাডুবি ঘোচানোর ভাবনা নিয়ে নামবে ভারতীয় দল। যেকোনো সিরিজের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। সেটা পুরো সিরিজের টোন সেট করে দেয়। বুধবার উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে ইডেনের পিচ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সময় খুব বেশি হাই-স্কোরিং ম্যাচ দেখা যায় না। ব্যাটারদের পাশাপাশি উইকেট থেকে সাহায্য পায় বোলাররাও। বিশেষ করে স্পিনাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে কী চরিত্র নেবে পিচ?

ম্যাচের আগের দিন পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়ে দিলেন, বুধবার বড় রানের আশা করা যেতে পারে। এক ইনিংসে ২৫০ রান পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে বলে জানান তিনি। সুজন মুখার্জি বলেন, 'কত রান হবে বলা যাচ্ছে না। তবে হাই-স্কোরিং ম্যাচ হবে। একটা ইনিংসে ২৫০ রানও হতে পারে। ইংল্যান্ডে বিগ হিটাররা আছে। বাটলার, সল্ট সবাই এখানে আইপিএল‌ খেলে অভ্যস্ত। আমাদের দলেও বিগ হিটার আছে। উপভোগ্য ম্যাচ হবে। যেমন টি-২০ হওয়া উচিত।' ইডেনে শিশিরের প্রভাব নতুন নয়। তাও আবার শীতকাল। শিশির সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে সমস্যায় পড়তে হতে পারে বোলারদের। শিশির সমস্যা এড়ানোর জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে।

সুজন মুখার্জি বলেন, 'শিশিরের সমস্যা হতে পারে। বছরের এই সময় আরও স্বাভাবিক। তবে সেই জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে। প্রত্যেক ইনিংসের দশ ওভার পরে একটা ব্রেক থাকবে। ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলে সেই সময় রোপিং করার কথা ভাবা হয়েছে। অ্যান্টি ডিউ স্প্রেও করা হবে। এছাড়াও যদি কোনও ক্রিকেটার অভিযোগ জানায়, বা কিছু বলে, তখন সেটা ভেবে দেখতে হবে।' মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে, পিচ নিয়ে সন্তুষ্ট দেখায় দুই অধিনায়ক জস বাটলার এবং সূর্যকুমার যাদবকে। এরমধ্যে বেশ কয়েকবার সেরা পিচের পুরস্কার পেয়েছে ইডেন। সেই তকমা ধরে রাখা লক্ষ্য ক্রিকেটের নন্দনকাননের। আরও একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে তৈরি ইডেন।