আজকাল ওয়েবডেস্ক: ২০১১ বিশ্বকাপের মহানায়ক তিনি। কাশতে কাশতে ছক্কা মারতেন। নিজের ঘরে গিয়ে রক্তবমি হত। পরে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত। মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিং। এগারোর সেই বিশ্ববন্দিত নায়ক এবার ইডি-র নজরে। 

আগেই সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে ডেকেছিল ইডি। এবার অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে নাম জড়িত থাকার জন্য ইডি তলব করেছে পাঞ্জাবতনয়কে। যুবরাজ সিং মানেই অসংখ্য রূপকথা। যুবি মানে ছয় ছক্কা। আবার যুবি মানেই অভিমানী হয়ে ক্রিকেটকে বিদায় জানানো। এহেন যুবরাজ সিং এবার ইডির নজরে। যুবরাজ সিংয়ের সঙ্গে সঙ্গে আর্থিক তছরুপের মামলায় ডেকে পাঠানো হয়েছে ২০০৭-এর বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলের সদস্য রবি উত্থাপ্পা। আগামী সপ্তাহেই দুই তারকা ক্রিকেটারকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। 

প্রাক্তন দুই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তারা ১ এক্স বেট নামের একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত। নতুন আইনে দেশে বেটিং নিষিদ্ধ হওয়ায় নিজেদের নামে কিছু পরিবর্তন এনে এই সংস্থা বিজ্ঞাপন দেয়। কয়েকটি বিজ্ঞাপনে যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে দেখা গিয়েছিল। 

অবৈধভাবে টাকা পাচার রোধ আইন-এর আওতায় এমন বিভিন্ন বেটিং সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। সেখানেই উঠে এসেছে যুবরাজ ও উথাপ্পার নাম।  

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল ভারত, পাকিস্তানের কী হবে?‌ 

২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির দলের অন্যতম সদস্য উত্থাপ্পা। আইপিএলেও তিনি একসময়ে দারুণ ফর্মে ছিলেন। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী সংশ্লিষ্ট বেটিং অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগে দেশের একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। এর আগে সুরেশ রায়নাকেও ডাকা হয়েছিল। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছিল। 

২০২২ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিন উথাপ্পা। এর পরে ১ এক্স বেট অ্যাপের হয়ে কয়েকটি প্রোমোশনাল ভিডিয়োতে দেখা গিয়েছিল তাকে। সূত্রের খবর অনুযায়ী, ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রবিন উথাপ্পাকে। আর ২৩ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে যুবরাজ সিংকে। 

শিখর ধাওয়ানকেও ইডি-র দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সুরেশ রায়নার নামও এসেছিল একই বিতর্কে। শুধু ক্রিকেটারই নয়, সিনেমাজগতের তারকারাও এই তদন্তের আওতায় এসেছেন। অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী ও উর্বশী রাউতেলা-সহ একাধিক তারকাকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ইডি। 

আরও পড়ুন: হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই, কী বলল জানেন?‌