আজকাল ওয়েবডেস্ক: র‍্যাঙ্কিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল। ফিফার সদ্য প্রকাশিত ক্রমতালিকায় ভারত এখন ১৪২ নম্বরে। 

দেশের সর্বোচ্চ লিগ আইএসএল নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে দেশের ফুটবল বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ক্লাব। 

বাংলাদেশের কাছে হেরে ফিফার ক্রমতালিকায় ছ'ধাপ নেমেছে ভারত। অথচ একসময়ে এই ভারতই ১৯৫১ ও ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল। ১৯৭০ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিল। এখন সেই দেশের ফুটবল তমসাচ্ছন্ন। ক্রমতালিকায় এই অধোগতি কিন্তু জাতীয় উদ্বেগের ছবিও। দেশের সর্বোচ্চ লিগ নিয়ে তৈরি হয়েছে বেনজির অনিশ্চয়তা। অচলাবস্থা কবে কাটবে জানা নেই। এমন প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদির দ্বারস্থ হয়েছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। 

ভারতীয় ফুটবলের উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল-হলুদ। চিঠিতে লেখা হয়েছে, আইএসএল শুরু না হওয়ায় হতাশাচ্ছন্ন অবস্থা খেলোয়াড়, ক্লাবকর্তা ও সমর্থকদের। ইস্টবেঙ্গল সভাপতি মুরারি লাল লোহিয়া সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভারতীয় ফুটবল এখন গভীর সঙ্কটে। এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় হস্তক্ষেপের আশু প্রয়োজন। 

আইএসএল না শুরু হওয়ায় বিপর্যস্ত হচ্ছে খেলোয়াড়দের কেরিয়ার, ক্লাবগুলোর আর্থিক স্থিতি নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। লাল-হলুদের দাবি, গত চার-পাঁচ বছরে প্রশাসনিক অদক্ষতা ও বিনিয়োগের ঘাটতি ভারতীয় ফুটবলকে নিয়ে গিয়েছে সঙ্কটের পথে। 

দেশে ক্রিকেটের পর সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল। আর ইস্টবেঙ্গলের সমর্থক সংখ্যাই প্রায় সাড়ে চার কোটি। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে এই সমর্থকরা। আজ সবই সঙ্কটের মুখে। ইস্টবেঙ্গলের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় ভারত উন্নয়নের পথে হেঁটেছে। ভারতীয় ফুটবলও সেই সুফল পেতে পারে। এবার ফুটবলকে বাঁচানোর সময় এসেছে। ক্লাবের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনার হস্তক্ষেপ ভারতীয় ফুটবলকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারে। একই সঙ্গে তরুণ ফুটবলারদের আলো দেখাতে পারে।