আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের দ্বিতীয় লেগের কলকাতা ডার্বিতে আপুইয়ার হ্যান্ডবল বিতর্ক থামছেই না। ম্যাচ চলাকালীন বাগানের বক্সের ভেতর পিভি বিষ্ণুর শট আপুইয়ার হাতে লাগলেও রেফারি হ্যান্ডবল দেননি। সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আগুনে ঘি ঢালার মত সোমবার এআইএফএফ-এর মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল জানান, বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও সেটি হ্যান্ডবল ছিল না। তিনি বলেন, ‘হ্যান্ডবল নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে। বল হাতে লেগেছে নাকি হাত বলে লেগেছে, এই বিষয়টা দেখা দরকার আগে।সেদিনের ম্যাচে এই বিতর্কিত ঘটনার পরে আমি রিভিউ প্যানেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি।

 

সেখানে প্রাক্তন ফিফা ম্যাচ অফিসিয়াল যেমন রয়েছেন, তেমনই এএফসির বর্তমান রেফারি অ্যাসেসররাও রয়েছেন। তাঁরা খুব ভাল করে সেদিনের ঘটনা দেখার পরে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হ্যান্ডবল ওটা ছিল না। এবং রেফারি খেলা না থামিয়ে ম্যাচ চালু রেখে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন’। এই বক্তব্যের পর আরও কার্যত আরও ক্ষেপে গিয়েছেন লাল হলুদ সমর্থকরা। রেফারিংয়ের পাশাপাশি তাঁরা আক্রমণ করেছেন ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকেও। রীতিমত সমালোচনা করেছেন এআইএফএফ-এর মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেলের।

 

সমর্থকদের তরফে একটি রিপোর্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বের সবথেকে খারাপ রেফারিদের তালিকায় চার নম্বরে রয়েছে ট্রেভর কেটেলের নাম। সমর্থকদের বক্তব্য, ট্রেভর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বিতাড়িত রেফারি। এখানে বেশি টাকা পাচ্ছেন বলে এখানে ঢুকে পড়েছেন। যত দিন গড়াচ্ছে কলকাতা ডার্বির বিতর্কিত হ্যান্ডবল নিয়ে বিতর্ক বাড়ছেই। এদিন ট্রেভরের বক্তব্যের পর আগুনের আঁচ কার্যত আরও তীব্র হল। ইস্টবেঙ্গল যে ঘটনাটার শেষ না দেখে ছাড়বে না তা একপ্রকার স্পষ্ট।