আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের শিরোপা নির্ণয়কারী ম্যাচ নিয়ে জটলা অব্যাহত। মঙ্গলবার দুপুরে আইএফএর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি কিশোর ভারতী স্টেডিয়ামে হবে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার এফসি ম্যাচ। আগে এই ম্যাচ হওয়ার কথা ছিল নৈহাটি স্টেডিয়ামে। কিন্তু সেটা সরিয়ে নিয়ে আসা হয় কিশোর ভারতীতে। কিন্তু বৃহস্পতিবার খেলা হওয়ার সম্ভাবনা নেই। শিরোপা নির্ণয়কারী ম্যাচে দল নামবে না ডায়মন্ড হারবার। সেটা তাঁরা চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি আরএফডিএলের ম্যাচ আছে ডায়মন্ড হারবারের। ১৬ তারিখ আই লিগ টুর ম্যাচ আছে। তাই জানিয়ে দেওয়া হয়েছে, পরপর ম্যাচ খেলা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বৃহস্পতিবার দল নামবে না তাঁরা।

ডায়মন্ড হারবারের অন্যতম শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি জানান, তাঁরা ১০-১১ ফেব্রুয়ারির মধ্যে এই ম্যাচটা করে ফেলার জন্য আইএফএকে অনুরোধ জানিয়েছিল। সেক্ষেত্রে তাঁদের খেলতে কোনও সমস্যা ছিল না। কিন্তু ১৪ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি তাঁদের দুটো আলাদা টুর্নামেন্টের ম্যাচ আছে। এই অবস্থায় ১৩ ফেব্রুয়ারি দল নামানো সম্ভব হবে না। যদিও এই যুক্তি মানতে চাননি আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানান, দুই টুর্নামেন্টের দল এক নয়। আইএফএ সচিব জানিয়ে দেন, শেষপর্যন্ত ডায়মন্ড হারবার দল না নামালে, নিয়ম অনুযায়ী ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। কিন্তু লাল হলুদ কি সেটা চাইবে? কয়েকদিন আগে বৈঠকে ইস্টবেঙ্গলের কর্তা বাবু চক্রবর্তী জানিয়েছিলেন, ওয়াকওভার পেয়ে নয়, তাঁরা খেলে চ্যাম্পিয়ন হতে চান। কিন্তু পরিস্থিতি যা, তাতে ওয়াকওভার ছাড়া কোনও গতি নেই। কলকাতা লিগের শিরোপা নির্ণায়ক ম্যাচে দল নামানোর বিষয়ে নিজেদের অবস্থানে এখনও অটল ডায়মন্ড হারবারের কর্তারা।