আজকাল ওয়েবডেস্ক: মার্চে ঠাসা ক্রীড়াসূচি ইস্টবেঙ্গলের। আইএসএল ও এএফসি মিলিয়ে ১০ দিনে খেলতে হবে ৪টি ম্যাচ। সেই সঙ্গে রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্লান্তি। সেই কারণে আইএসএল কর্তৃপক্ষের কাছে সূচি পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি পাঠাল লাল-হলুদ কর্তৃপক্ষ। 

মার্চের ২,৫,৮ এবং ১২ রয়েছে ইস্টবেঙ্গলের খেলা। ২ এবং ৮ তারিখ আইএসএলের খেলা। ৫ এবং ১২ তারিখ রয়েছে এএফসি-র ম্যাচ। 

৫ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আর্কাদাগ। সেই ম্যাচটি সল্টলেকে হবে। তার আগে ২ মার্চ ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচও হবে লাল-হলুদের ঘরের মাঠেই। কিন্তু আর্কাদাগের বিরুদ্ধে খেলে ওঠার পরেই ৮ মার্চ অস্কার ব্রুজোঁর দলকে যেতে হবে শিলংয়ে। ১২ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি সাক্ষাৎ আর্কাদাগের সঙ্গে।

সেই ম্যাচটি খেলার জন্য ইস্টবেঙ্গলকে যেতে হবে তুর্কমেনিস্তান। ফলে এই কঠিন এবং ঠাসা ক্রীড়াসূচির জন্য়ই ইস্টবেঙ্গল আইএসএলের কাছে তাদের ক্রীড়াসূচি বদলানোর আর্জি জানাল।