ইস্টবেঙ্গল - (সঞ্জীব, আশিক)

রেনবো -

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া। মঙ্গলবার ঘরের মাঠে ২-০ গোলে রেনবো এসিকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করল লাল হলুদ। অপরাজিত তকমা নিয়েই লিগের মূলপর্বে কলকাতার প্রধান। ১০ ম্যাচের মধ্যে ৯টি জয়, ১টি ড্র। এবার প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। গোল করেন সঞ্জীব ঘোষ এবং মহম্মদ আশিক। চারিদিকে শুধুই আরজি কর কাণ্ডের প্রতিবাদ। রবিবার তাতে সামিল হয় ইস্ট-মোহনের সমর্থকরা। ছিলেন মহমেডানের সাপোর্টারও। পরের দিনই তার প্রতিফলন ঘটে মাঠে। এরিয়ানের বিরুদ্ধে সমতা ফেরানোর পর 'জাস্টিস ফর আরজি কর' ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন মহমেডানের ফুটবলাররা। মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে তারই পুনরাবৃত্তি দেখা গেল। গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার পর আরজি কর কাণ্ডের বিচার চান সঞ্জীব ঘোষ। ম্যাচ শুরুর আগে থেকে খেলা চলাকালীন, ইস্টবেঙ্গল মাঠে এই ঘটনার প্রতিবাদে ব্যানার ছিল। গ্যালারির একটি বড় অংশ জুড়ে ছিল, 'তোমার শহর, আমার শহর, পাশে আছি আরজি কর' লেখা ব্যানার। 

ম্যাচে আগাগোড়াই দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে বেশ কয়েকটা হাফ চান্স পায় সুনীল, অমনরা। ডুরান্ড কাপের দলে সুযোগ পাওয়ায় সিনিয়র দলের সঙ্গে শিলংয়ে গিয়েছেন জেসিন টিকে। তাই এদিন লাল হলুদের আক্রমণের ঝাঁঝ কিছুটা কম ছিল। প্রথমার্ধে রেনবোর অভিজ্ঞ গোলকিপার শিল্টন পালকে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি। বিরতিতে স্কোরলাইন গোলশূন্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্গ অক্ষত রাখতে পারেননি শিল্টন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন সঞ্জীব। তারপরই গ্যালারির দিকে ছুটে এসে 'উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর' ব্যানার তুলে ধরেন। ম্যাচের শেষদিকে আশিকের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে ইস্টবেঙ্গল।