আজকাল ওয়েবডেস্ক: চোটের চোখরাঙানি দেখে প্রবল সমস্যায় ইস্টবেঙ্গল। কার্যত দু'জন বিদেশি ফুটবলার এখন সুস্থ। খেলার মতো ফিট। ক্লেটন সিলভা ও হিজাজিকে দলে রাখা নিয়ে প্রশ্ন থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই দুই বিদেশিই এখন অস্কার ব্রুজোঁর হাতের তাস। 

ওড়িশার বিরুদ্ধে চোট পেয়ে মাদিহ তালাল ছিটকেই গিয়েছেন গোটা মরশুমের জন্য। তালালের চোট ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা। 
আরেক মিডফিল্ডার সল ক্রেসপোর চোটও গুরুতর। মাস দুয়েকের আগে তাঁরও মাঠে ফেরা হচ্ছে না  বলেই খবর। চিকিৎসার জন্য স্পেনে ফিরে গিয়েছেন সল ক্রেসপো। 
আরেক বিদশি হেক্টর ইউস্তেও চোটের কবলে। সামনেই পাঞ্জাবের সঙ্গে লাল-হলুদের ম্যাচ। এই পরিস্থিতিতে অস্কার ব্রুজোঁর হাতে কেবল হিজাজি এবং ক্লেটন। 

এই পরিস্থিতিতে নতুন বিদেশি নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের অন্দরমহলে। অবশ্য নতুন বিদেশি নেওয়া ছাড়া উপায়ও নেই। তালালের পরিবর্তে একজনকে দরকার। বাকি একজন কার বিকল্প হবেন তা এখনও নিশ্চিত নয়। 

অস্কার ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করার পরে রবসনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু তিনি ব্রাজিলের ক্লাব সান্টা আগুয়ায় সই করে ফেলেছেন। ইস্টবেঙ্গল কি তবে হাতছাড়া করল রবসনকে? যদিও ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, ব্রাজিলের ক্লাবে সই করলেও পরবর্তীকালে অনেকেই লোনে অন্য ক্লাবে গিয়েছেন। রবসনের ক্ষেত্রেও কি তেমনটাই ঘটবে?