আজকাল ওয়েবডেস্ক: সোমবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে হচ্ছে না ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচ। খেলাটা আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করল আইএফএ। ডায়মন্ড হারবার এফসির দাবিকে মান্যতা দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ক্লাবের পক্ষ থেকে আইএফএকে জানিয়ে দেওয়া হয়, সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাবে না ডায়মন্ড হারবার। ১৮ অক্টোবরের শুনানির আগে খেলা সম্ভব নয়। মহমেডানের চার ভূমিপুত্র না খেলানোর ইস্যুতে শুক্রবার ফের নতুন করে শুনানি হবে। তার আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না ডায়মন্ড হারবার। এই মর্মে আইএফএকে চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে মাঠে একসময় সাদা কালো ব্রিগেডের চার ভূমিপুত্র না থাকায় মহমেডানের পয়েন্ট কেড়ে নিয়ে পুরো তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেয় আইএফএ। যার ফলে দু'ম্যাচ বাকি থাকতেই লাল হলুদের লিগ জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। এর প্রতিবাদেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেয় ডায়মন্ড হারবার এফসি। কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় তাঁরা। তবে এরপরও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সোমবার ম্যাচ খেলার অনুরোধ জানায় আইএফএ। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় প্রিমিয়ার ডিভিশনের ক্লাবের কর্তারা। এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা হওয়ার আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাতে রাজি নয় ডায়মন্ড হারবার। শেষপর্যন্ত ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হল আইএফএ। ১৮ অক্টোবরের শুনানির ওপর কলকাতা লিগের ভাগ্য নির্ভর করছে।