আজকাল ওয়েবডেস্ক: শনিবার খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে গিয়েছিল ইস্টবেঙ্গল এবং পিয়ারলসের কলকাতা লিগের ম্যাচ। রবিবার সেই ম্যাচেই পিয়ারলেসকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লাল হলুদ। তিন পয়েন্ট নিয়ে কলকাতা লিগে টেবিল শীর্ষে রইল ইস্টবেঙ্গল। এদিন দুপুর একটায় ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মাঠে।
পূর্ণশক্তির দলে এদিন ম্যাচের নায়ক জেসিন টিকে। একটা অ্যাসিস্ট, একটা একক দক্ষতায় গোল তাঁর দখলে। রবিবার সায়ন, বিষ্ণু, আমনকে নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ বিনো জর্জ। তবে পূর্ণশক্তির দল নিয়ে নেমে প্রথম থেকে আক্রমণে গেলেও পিয়ারলেসের ডিফেন্স ভাঙা সহজ ছিল না। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণ।
অবশেষে বহু প্রতীক্ষিত গোল আসে খেলার 77 মিনিটে। বাঁদিক থেকে জেসিন বল নিয়ে রান করে মাইনাস বাড়িয়ে দেন আশিককে। ভুল করেননি তিনি। ছোট্ট টোকায় বল জালে জড়িয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই ফের গোল। আবার সেই জেসিন টিকে। বাঁ পায়ের দূরপাল্লার শটে বল চলে যায় পিয়ারলেসের গোলে। তবে এদিন আর ক্লিনশিট বজায় রাখা সম্ভব হয়নি লাল হলুদের পক্ষে।
পরপর দুটি গোল খেয়ে আক্রমণে উঠে যায় পিয়ারলেস। 87 মিনিটের মাথায় 2-1 করে তারা। তবে গোল খেলেও শেষ কয়েক মিনিট ডিফেন্স করে ম্যাচ চলে যায় ইস্টবেঙ্গলের পকেটে। শেষের দিকে আরও কিছু সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু কাজে লাগাতে না পারায় বাড়েনি ব্যবধান।
