আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর পর কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে ট্রফির খরা কেটেছিল ইস্টবেঙ্গলের। লাল হলুদ ক্লাবতাঁবুতে ঢুকেছিল সুপার কাপ। আবার সেই পয়া টুর্নামেন্ট জেতার হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। তবে এবার সামনে কঠিন গাঁট এফসি গোয়া। মানোলো মার্কুয়েজের দলকে হারাতে পারলেই মরশুমের প্রথম ট্রফি জয়। তবে লড়াইটা সহজ হবে না। সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে গোয়া। তারওপর ঘরের মাঠে ম্যাচ। তাই কিছুটা এগিয়ে থেকেই নামবে। তবে ফাইনাল দেখতে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক পাড়ি দিয়েছে গোয়ায়। সেমিফাইনালেও বেশ কিছু সাপোর্টার হাজির ছিল। তবে সমর্থক সংখ্যা নিয়ে ভাবছেন না বিনো জর্জ। বরং, হুঙ্কার ইস্টবেঙ্গলের সহকারী কোচের। জানিয়ে রাখলেন, জেতার জন্যই তাঁরা এসেছেন।
বিনো জর্জ বলেন, 'আমরা আগেরবার ওড়িশায় সুপার কাপ ফাইনাল খেলেছিলাম। কাছাকাছি হওয়ায় কলকাতা থেকে প্রচুর সমর্থক এসেছিল। গোয়াতেও বেশ কিছু সাপোর্টার এসেছে। তবে ঘরের মাঠে খেললে যেমন সমর্থক পাওয়া যায়, সেটা পাওয়া যাবে না। তবে আমরা এই নিয়ে ভাবছি না। আমরা নিজেদের সেরাটা দিতে চাই। গোয়ার মাঠে ফাইনাল খেললেও আমরা কোনওভাবেই পিছিয়ে থাকব না। আমি এখানে শুধু অংশ নিতে আসিনি, সুপার কাপ জিততে এসেছি।' কোনও চোট সমস্যা নেই লাল হলুদে। রবিবার পূর্ণাঙ্গ দলই পাবেন অস্কার। যেকোনো মূল্যে ট্রফি নিয়ে ফিরতে চান।
ইস্টবেঙ্গলের মাঝমাঠকে রুখতে বিশেষ পরিকল্পনা সেরে ফেলেছেন মানোলো মার্কুয়েজ। মিগুয়েল, মহম্মদ রশিদ, নাওরেম মহেশ, পিভি বিষ্ণুদের গুরুত্ব দিচ্ছেন গোয়ার কোচ। একইসঙ্গে সমীহ করছেন অস্কার ব্রুজোর দলকে। এটাকেই আইএসএলে ইস্টবেঙ্গলের সেরা দল বলে মনে করেন প্রাক্তন জাতীয় কোচ। মানোলো মার্কুয়েজ বলেন, 'আমি ছ'বছর ধরে ভারতে আছি। আগের তুলনায় ইস্টবেঙ্গল অনেক উন্নতি করেছে। গত কয়েক বছরের এটাই ইস্টবেঙ্গলের সবচেয়ে শক্তিশালী দল। এই দল আইএসএলের সব ক্লাবকে হারানোর ক্ষমতা রাখে। ওদের মাঝমাঠ ভাল। ওদের মাঝমাঠকে রুখে দেওয়ার জন্য আলাদা পরিকল্পনা আছে। আশা করছি তুল্যমূল্য লড়াই হবে। ইস্টবেঙ্গল পাঞ্জাবের বিরুদ্ধে ভাল খেলেনি। কিন্তু যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে।'
বিপক্ষ শিবিরে রয়েছে বোরহা হেরেরা। ইস্টবেঙ্গলের আগের সুপার কাপ জয়ে তাঁর অবদান অপরিসীম। লাল হলুদ জার্সিতে দলকে ট্রফি দেওয়ার পর লোনে এফসি গোয়ায় যোগ দেন। এবার পুরোনো দলের বিরুদ্ধে নামবেন বোরহা। একসময় ইস্টবেঙ্গলে ক্রেসপোর সঙ্গে খেলেছেন। তবে সেই নিয়ে ভাবিত নন দুই স্প্যানিয়ার্ড। মাঠের বাইরের বন্ধুত্বের জার্সি খুলে রেখেই নামবেন মাঝমাঠের দুই তারকা। ঘরের মাঠে ফাইনাল বলে কিছুটা এগিয়ে থেকেই নামবে গোয়া। তবে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি অস্কার ব্রুজো। কুয়াদ্রাতের কীর্তির পুনরাবৃত্তি কি ঘটাতে পারবে আরেক স্প্যানিয়ার্ড?
