আজকাল ওয়েবডেস্ক: কাউন্টি ক্রিকেটে অদ্ভুত ঘটনা! সমারসেট-হ্যাম্পশায়ার ম্যাচে ব্যাটসম্যান আউট হয়েও বেঁচে গেলেন। সৌজন্যে বোলারের তোয়ালে পড়ে যাওয়া। 
 
বোল্ড হয়েছিলেন শোয়েব বশির। কিন্তু বোলার কাইল অ্যাবোটের তোয়ালে পড়ে যাওয়ায় জীবন ফিরে পান বশির। ঘটনাটা কী? দ্বিতীয় ইনিংসে সমারসেট নবম উইকেট হারানোর পরে ব্যাট করতে নামেন বশির। অ্যাবোটের বলের লাইন মিস করে বোল্ড হন বশির। 

অ্যাবোট ও হ্যাম্পশায়ারের ক্রিকেটাররা যখন সেলিব্রেশন শুরু করে দেন, তখন বশির আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। ইশারায় দেখান, বল করার সময়ে বোলারের কোমর থেকে পড়ে গিয়েছে তোয়ালে।  

রিপ্লেতেও দেখা যায় তা। অ্যাবোটের কোমরে রাখা তোয়ালে পড়ে গিয়েছে ডেলিভারির সময়ে। বশিরের অভিযোগ, তোয়ালে পড়ে যাওয়ায় তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে। আম্পায়ারও তা মেনে নেন। 

 

?ref_src=twsrc%5Etfw">September 26, 2024

ক্রিকেটের ২০.৪.২.৬ ধারা অনুয়ায়ী, ব্যাট করার সময়ে শব্দ বা নড়াচড়ার কারণে যদি স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট হয়, তাহলে আম্পায়ার ডেড বল ঘোষণা করতে পারেন। 

এ ক্ষেত্রে আম্পায়ার বশিরের অভিযোগ মেনে নেন। অ্যাবোটের বল ‘ডেড’ বলে ঘোষণা করেন আম্পায়ার। জীবন ফিরে পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি বশির। তৃতীয় বলেই এলবিডব্লিউ হন তিনি। অ্যাবোটেরই শিকার হন বশির।