আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি দাপুটে ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্বে পৌঁছে গেল বাংলা। বৃহস্পতিবার গ্রুপ এ-র শেষ ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারাল বাংলা। সাত ম্যাচের মধ্যে ছ'টিতে জিতে বাংলার পয়েন্ট ২৪। ব্যাট হাতে আবার দাপট দেখালেন অভিষেক পোড়েল। ৪৮ বলে ৭৮ রান করেন উইকেটকিপার ব্যাটার । ইনিংসে ছিল ৪টি ছয়, ৭টি চার। বল হাতে আরও একবার অনবদ্য মহম্মদ সামি। তুলে নেন ৩ উইকেট। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে রাজস্থান। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় বাংলা।
অভিষেককে যোগ্য সঙ্গত দেন সুদীপ কুমার ঘরামী। ৪৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন বাংলার অধিনায়ক। এই দু'জনের দাপটে অনায়াসে জয় তুলে নেয় বাংলা। বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সামি। ২৬ রানে ৩ উইকেট তুলে নেন। রঞ্জিতে প্রত্যাবর্তনের পর মুস্তাক আলিতেও সফল ভারতীয় পেসার। উইকেটের মধ্যে আছেন। মুস্তাক আলিতে দুই সপ্তাহের মধ্যে সাতটা ম্যাচ খেলে ফেলেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, কোনও চোট সমস্যা নেই। তাসত্ত্বেও অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট এখনও পাকা নয়। অন্যদিকে জোড়া উইকেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ১৮ রান করেন শাহবাজ আহমেদ। জোড়া উইকেট নেন সায়ন ঘোষও।
