আজকাল ওয়েবডেস্ক: তিন-তিনবার রান আউটের সুযোগ পেয়েও রান আউটই করতে পারল না। আর রান আউট করতে না পেরে শিরোনামে এল ডিন্ডিগুল ড্রাগন্স। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ঘটনা এটি।
দিনকয়েক আগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন অশ্বিন। এবার সম্পূর্ণ অন্য কারণে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
সিয়েচেম মাদুরাই প্যান্থার্সকে ৯ উইকেটে হারায় ডিন্ডিগুল ড্রাগন্স। ম্যাচ জিতলেও হাস্যকর ফিল্ডিংয়ের জন্য তাদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মাদুরাই প্যান্থার্সের ইনিংস চলাকালীন একই ওভারে তিনবার রান আউট করার চেষ্টা করা হয় একই ব্যাটসম্যানকে। কিন্তু একবারও বল লাগেনি স্টাম্পে। উলটে মাদুরাই প্যান্থার্সের ব্যাটসম্যানরা দৌড়ে তিন রান নেন।
Run out ❌
— TNPL (@TNPremierLeague)
Dodge ball ✅@TNCACricket #TNPL #NammaOoruNammaGethu #TNPL2025 pic.twitter.com/eKA9jM2VgLTweet by @TNPremierLeague
প্রথমে ব্যাট করছিল মাদুরাই প্যান্থার্স। ইনিংসের শেষ ওভারের ঘটনা। মাদুরাইয়ের গুরজাপনিত সিং এবং এস রাজালিঙ্গম তখন ক্রিজে ছিলেন। গণেশণ পেরিয়াস্বামী পঞ্চম বলে ইয়র্কার দেন গুরজাপনিত সিংকে। তিনি কভারে শট মারেন। তার পরই রানের জন্য দৌড়তে শুরু করেন। রবিচন্দ্রন অশ্বিন ছিলেন সেখানে। নন স্ট্রাইকারের দিকে বল ছুড়ে মারেন অশ্বিন। সেই যাত্রায় স্টাম্পে বল লাগেনি।
দুই রান নেওয়ার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। অন্য ফিল্ডার উইকেটরক্ষক বাবা ইন্দ্রজিতের দিকে ছুড়ে দেন। কিন্তু সেই বলটিও তাঁর হাত থেকে পিছলে যায়। তৃতীয় রানের জন্য ছোটেন ব্যাটাররা। এক বলে তিনবার ব্যাটসম্যানকে রান আউট করার সুযোগ পেয়েও রান আউট করতে পারেনি ডিন্ডিগুল ড্রাগন্স।
