আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থ না ধ্রুব জুরেল? গত কয়েকদিন ধরে যে প্রশ্ন উঠছিল, তাতে ইতি টেনেছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ। রায়ান টেন দুশখাতে জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দু'জনেই খেলবে। তাতেই যাবতীয় ধোঁয়াশা কেটে যায়। ইডেন টেস্টের আগে পন্থের সঙ্গে প্রতিযোগিতার কথা উড়িয়ে দেন জুরেল। স্পষ্ট জানান, দু'জনের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। দু'জনেরই লক্ষ্য এক। ভারতকে জেতানো। প্রথম টেস্টের আগে জুরেল বলেন, 'আমার আর ঋষভ ভাইয়ের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। আমরা দু'জনেই দেশের জন্য খেলছি। যেই ভারতের জন্য খেলে, তাঁদের লক্ষ্য এক। ভারতকে জেতানো। ও খেললেও আমি খুশি হব,‌ আমি নিজে খেললেও। আমরা দু'জন একসঙ্গে খেললে সেটা আরও ভাল হবে। আমাদের একমাত্র ফোকাস দল।'

ঋষভ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সুযোগ পান জুরেল। গত এক বছরে লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখছেন। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান টেস্ট দলে তাঁর জায়গা আরও মজবুত করে দিয়েছে। এই প্রসঙ্গে জুরেল বলেন, 'ক্রিকেটার হিসেবে দলকে জেতানো সেরা প্রাপ্তি।' আগামী দিনে চ্যালেঞ্জের উল্লেখ করেন তরুণ উইকেটকিপার ব্যাটার। ইডেন‌ টেস্টের আগে দুই দলের পেস আক্রমণের প্রশংসা করেন। মনে করছেন, লড়াই হাড্ডাহাড্ডি হবে। জুরেল বলেন, 'খুব উত্তেজক লড়াই হবে। দুই দলেরই পেস আক্রমণ শক্তিশালী। সেটা ওদের দলের কাগিসো রাবাডা হোক বা মার্কো জ্যানসেন। বা আমাদের দলের বুমরা‌ ভাই হোক। দুই দলেই অনেক কোয়ালিটি।' 

জুরেলের ইডেন টেস্ট খেলার বিষয় সিলমোহর দেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ। দুশখাতে বলেন, 'সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার মনে হয় না জুরেলকে এই টেস্ট থেকে বাদ দেওয়া সম্ভব। তবে ১১ জনের বেশি বাছা যাবে না। তাই কাউকে না কাউকে বাদ যেতেই হবে। আমাদের কম্বিনেশন সম্বন্ধে ধারণা আছে। শেষ ছয় মাসে যেভাবে ব্যাট করেছে, অনবদ্য। গত সপ্তাহে বেঙ্গালুরুতে জোড়া শতরান করেছে। ওর খেলা নিশ্চিত।' ২০১৯ সালের পর এই প্রথম ভারতে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। শেষবার ৩-০ তে প্রোটিয়াদের উড়িয়ে দেয় ভারত। দুই ম্যাচের সিরিজে এবারও রেকর্ড ধরে রাখতে চাইবে শুভমন গিল নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া।