আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টের দ্বিতীয় দিন পিঠে চোট পেয়েছেন যশপ্রীত বুমরা। ব্যাট করতে নামতে পারলেও, বল করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রবিবার আদৌ বল হাতে দলের একনম্বর বোলারকে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। শেষপর্যন্ত বুমরা বল করতে না পারলে, ভারতের জন্য বড় ধাক্কা হবে। দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানে এগিয়ে ভারত। লিড ২০০ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবে টিম ইন্ডিয়ার টেলএন্ডাররা। সিডনির গ্রিন টপ উইকেটে এই রান তাড়া করে জেতা সহজ হবে না অস্ট্রেলিয়ার। তবে বুমরা বল করতে না পারলে, হয়তো অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবে অজিরা। তবে কোনওভাবেই বিনা লড়াইয়ে জমি ছাড়তে চায় না ভারতীয় দল।
বুমরা বল করতে না পারলেও অস্ট্রেলিয়াকে অলআউট করার বিষয়ে আশাবাদী প্রসিদ্ধ কৃষ্ণ কার্যত কামিন্সদের হুঙ্কার দিয়ে রাখলেন ভারতীয় পেসার। প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, 'বোর্ডে যত রানই থাক না কেন, আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করে দেওয়ার জন্য তৈরি।' শুরুতে খুব একটা কার্যকরী ছিলেন না ভারতীয় পেসার। কিন্তু মধ্যাহ্নভোজে ভিডিও অ্যানালিস্টের সঙ্গে আলোচনার পর নিজের বোলিং এরিয়া সম্বন্ধে ভাল করে ওয়াকিবহাল হন। দ্বিতীয় সেশনে ভাল বল করেন। সিনিয়র দল অস্ট্রেলিয়ায় পৌঁছনোর তিন সপ্তাহ আগে চলে আসেন তিনি। ভারতীয় এ দলের হয়ে খেলেন। অস্টেলিয়া এ-র বিরুদ্ধে এমসিজিতে ছন্দে ছিলেন। এই সাফল্যের জন্য মর্নি মরকেলকে ধন্যবাদ জানান ভারতীয় পেসার।
