আজকাল ওয়েবডেস্ক: আসন্ন সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল রিয়াল কাশ্মীর। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত জানানো হয়েছে ক্লাবের তরফে। জানা গিয়েছে, সময় মতো বিদেশি ফুটবলারদের ভিসা জটিলতা মেটাতে না পারায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলটি।

রিয়াল কাশ্মীরের এই সিদ্ধান্ত সামনে আসার পর ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, রিয়াল কাশ্মীরের বদলে ডেম্পো এসসি অংশ নেবে এবারের সুপার কাপে, যা আগামী ২৫ অক্টোবর গোয়ায় শুরু হতে চলেছে। ‘স্নো লেপার্ডস’ নামে পরিচিত রিয়াল কাশ্মীরকে রাখা হয়েছিল গ্রুপ এ-তে।

টুর্নামেন্টে এই গ্রুপটিকে বলা হচ্ছিল এবারের ‘গ্রুপ অফ ডেথ’। কারণ, এই গ্রুপে রয়েছে দেশের তিন প্রথম সারির দল মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এফসি এবং চেন্নাইইন এফসি।

রিয়াল কাশ্মীরের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, এরপর ২৮ অক্টোবর মোহনবাগান ও ৩১ অক্টোবর চেন্নাইয়ান এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল। 

কিন্তু বিদেশি খেলোয়াড়দের জন্য ভ্রমণের নথিপত্র ও ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় ঠিক টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে নাম তুলে নেয় দলটি। এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, আসন্ন সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে রিয়াল কাশ্মীর এফসি।

?ref_src=twsrc%5Etfw">October 16, 2025

কারণ, বিদেশি খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত সমস্যা সময় মতো মেটানো যায়নি। তাদের জায়গায় টুর্নামেন্ট অংশ নিচ্ছে ডেম্পো এসসি। আইএসএল আসার আগে ভারতীয় ফুটবলে অন্যতম বড় নাম ছিল ডেম্পো। কলকাতার তিন প্রধানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চলত ডেম্পোর।

বহুদিন পরে ডেম্পোর সঙ্গে লড়াই দেখা যাবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের। অন্যদিকে, সুপার কাপ থেকে রিয়াল কাশ্মীরের সরে দাঁড়ানো দলটির জন্য বড় ধাক্কা। সাম্প্রতিক আই-লিগ মরশুমে দারুণ পারফর্ম করে তারা চেয়েছিল দেশের সেরা ক্লাবগুলির সঙ্গে নিজেদের শক্তি মাপতে।

কিন্তু বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় সেই পরিকল্পনা থেমে গেল মাঠে নামার আগেই। উল্লেখযোগ্যভাবে, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ইতিমধ্যেই জানিয়েছিল, সুপার কাপ অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর থেকে।

পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর জন্য নতুন টেন্ডার প্রক্রিয়া চালু করতে একটি এজেন্সি নির্বাচনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ভারতীয় ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার সময়মতো শুরু করতে হবে এবং নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করতে হবে, কারণ পূর্ববর্তী মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) চুক্তির নবীকরণে তারা ব্যর্থ হয়েছে।