আজকাল ওয়েবডেস্ক: তিনি যে আর নামতে পারবেন না, তা জানাই ছিল। বুধবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, বাকি মরশুমে আর নামতে পারবেন না হিজাজি মাহের। 

কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে হেডে গোল করেছিলেন হিজাজি। সেই গোলের রেশ মিটতে না মিটতেই অনুশীলনে হাঁটুতে মারাত্মক চোট পান জর্ডন জাতীয় দলের ডিফেন্ডার। 

তাঁর চোট এতটাই ছিল যে কেঁদে ফেলেন হিজাজি। তাঁর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পরে এদিন ক্লাবের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, এই মরশুমে হিজাজিকে আর পাওয়া যাবে না। 

ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার আশা ক্ষীণ। কাগজে কলমে হয়তো সুযোগ রয়েছে, কিন্তু রাস্তা ভীষণ কঠিন। আইএসএলের বাকি ম্যাচগুলোর পাশাপাশি এএফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে। সেই টুর্নামেন্টের দিকে তাকিয়ে নতুন করে দল সাজাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। 

হিজাজির রক্ষণের খেলোয়াড়। তাঁর জায়গায় একজন ডিফেন্ডারকে সই করাতে পারে লাল-হলুদ। চলতি মরশুমে চোটআঘাত সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে। প্রতি ম্যাচেই নিয়ম করে প্রথম একাদশ বদলাতে হচ্ছে অস্কার ব্রুজোঁকে। হিজাজির পরিবর্ত কবে আসবেন, সেটাই দেখার। বাকি ম্যাচগুলোয় অস্কার ডিফেন্স কীভাবে সাজান সেটাও দেখার।