আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে নতুন দল পেয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটির রেকর্ড অঙ্কে ভারতীয় তারকাকে কেনে লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ধরে নেওয়া হয়েছিল, পন্থকে রিটেন করবে দিল্লি। কিন্তু রিলিজ তালিকায় তাঁর নাম দেখে অনেকেই চমকে যায়। শোনা গিয়েছিল, আর্থিক কারণেই দিল্লি ছাড়ছেন তারকা উইকেটকিপার ব্যাটার। কিন্তু পন্থ দাবি করেন, তাঁকে রিলিজ করে দেওয়ার সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই। তবে নিলাম শেষের পরের দিন দিল্লি ক্যাপিটলসের যুগ্ম মালিক পার্থ জিন্দালের পোস্ট আবার প্রশ্ন তুলে দিল।
নিজের এক্স হ্যান্ডেলে ঋষভ পন্থের উদ্দেশে একটি লম্বা বিদায়ী বার্তা দেন তিনি। লেখেন, 'তুমি আমার ছোট ভাই। বরাবর তাই থাকবে। অন্তর থেকে আমি তোমাকে ভালবাসি। তোমাকে খুশি করার আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি তোমাকে পরিবারের অঙ্গ ভেবেছি। তোমাকে যেতে দেখে আমি খুবই দুঃখিত। আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। তুমি সবসময় দিল্লি ক্যাপিটলসে থাকবে। আশা করছি, একদিন আবার আমরা এক হব। সবকিছুর জন্য ধন্যবাদ ঋষভ। মনে রেখো, আমরা তোমাকে সর্বদা ভালবাসব। এগিয়ে চলো চ্যাম্প। গোটা বিশ্ব তোমার পদতলে। দিল্লি ক্যাপিটলসের থেকে তোমাকে শুভেচ্ছা। দিল্লির বিরুদ্ধে ম্যাচ ছাড়া আমি সবসময় তোমার জন্য গলা ফাটাব, তোমার ভাল চাইব।'
গত ৯ বছর দিল্লিতে কাটান পন্থ। মঙ্গলবার দিনের শুরুতে ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে আবেগঘন বিদায়বার্তা দেন তারকা ক্রিকেটার। দিল্লির সঙ্গে দীর্ঘ সম্পর্কের গাঁটছড়া ভাঙার আসল কারণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, চলতি বছর কোচিং স্টাফ বদলে ফেলে দিল্লি। তাতে খুশি ছিলেন না পন্থ। সেটাই তারকা ক্রিকেটারের দিল্লি ছাড়ার প্রধান কারণ।
