আজকাল ওয়েবডেস্ক: অবসর ভেঙে আবার অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে নামতে তৈরি ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। ওয়ার্নারের অবসরের পর টেস্টে ওপেনিং নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। এই পজিশনে শূন্যস্থান তৈরি হয়েছে। মাঝে স্টিভ স্মিথকে দিয়ে ওপেন করানো হলেও, তিনি সফল হননি। দলের এই বিপদ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কয়েকদিন আগেই 'প্রাক্তন' হওয়া অজি তারকা। দলের প্রয়োজনে অবসর ভেঙে টেস্টে ফিরতে রাজি ওয়ার্নার। ১১২ টেস্ট খেলার পর বছরের শুরুতে অবসর ঘোষণা করেন। কিন্তু তিনি তৈরি আছেন বোঝাতে, নিউ সাউথ ওয়েলসে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলতেও রাজি। তাঁর এই প্রস্তাবে যে একচুলও মজা লুকিয়ে নেই, তিনি মন থেকেই কথাগুলো বলছেন, সেটা স্পষ্ট করেন দেন তারকা ক্রিকেটার। ওয়ার্নার বলেন, 'আমাকে দলের প্রয়োজনে সবসময় পাওয়া যাবে। শুধু একটা ফোনের অপেক্ষা। আমি মন থেকেই এটা বলছি। যদি এই সিরিজে ওদের আমাকে দরকার পড়ে, আমি খুশি মনে পরের শিল্ড গেম খেলে ভারতের বিরুদ্ধে সিরিজে নামতে পারি।'
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে তিনি অন্যতম। চলতি বছরের শুরুতেই অবসর নেন। ওয়ার্নারের নামের পাশে রয়েছে ৮৭৮৬ রান, ২৬টি শতরান। সর্বোচ্চ ৩৩৫ রানে অপরাজিত। চোটের জন্য বর্ডার-গাভাসকর ট্রফিতে অনিশ্চিত ক্যামেরুন গ্রিন। চার নম্বরে ফেরানো হচ্ছে স্টিভ স্মিথকে। প্রাক্তন অজি তারকা মনে করেন, ওপেনিংয়ে পুরোনো বিকল্পের কথা ভাবা উচিত দলের। এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, 'আমি সঠিক সময় অবসর নিয়েছি। আমি আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতেই চেয়েছিলাম। তবে ওদের যদি আমাকে দরকার হয়, আমি তৈরি আছি। এটা সরাসরি বলতে আমি লজ্জা পাই না।' অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং মুখ্য নির্বাচক জর্জ বেইলিকে বার্তা পাঠান ওয়ার্নার। প্রথম জনের সঙ্গে তাঁর কথাও হয়েছে। তবে কেউই খুব একটা আগ্রহ দেখায়নি। ম্যাকডোনাল্ড পাল্টা ওয়ার্নারকে বলেন, 'তুমি অবসরপ্রাপ্ত।' এর থেকেই স্পষ্ট, প্রাক্তন তারকার ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের বিরুদ্ধ সিরিজে স্যাম কনস্টাস এবং মার্কাস হ্যারিসের মধ্যে হয়তো একজনকে ওপেন করতে দেখা যাবে।
