আজকাল ওয়েবডেস্ক: দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে রোহিত বাহিনী হেরে গিয়েছিল ০–৩ ব্যবধানে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার–গাভাসকার ট্রফিতে ১–৩ হার। তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ২০২৫–২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে ভারতের মাটিতে প্রথম খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরের শুরুতে সেই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিয়েছেন, ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি তাঁদের।
আরও পড়ুন: পারলেন না প্রত্যাশা পূরণ করতে, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন নীরজ জেনে নিন
দুই টেস্টের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। স্যামি জানিয়েছেন, পেস আক্রমণে ভারতকে ধরাশায়ী করতে তৈরি তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ দলে শামার জোসেফ, আলজারি জোসেফ ও জেইডেন সির্লসের মতো তিন পেসার রয়েছেন। তাঁদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করেন স্যামি। সাংবাদিক বৈঠকে স্যামি বলেন, ‘আমাদের পেস আক্রমণ যে কোনও পরিবেশে সফল হওয়ার ক্ষমতা রাখে। আমাদের আক্রমণে বৈচিত্র আছে। শামারের গতি ওর অস্ত্র। জেইডেন দু’দিকেই সুইং করাতে পারে। আবার আলজারির উচ্চতা ওকে বাউন্স পেতে সাহায্য করে। আমরা গত দু’বছরে বিদেশের মাটিতে ভাল খেলেছি। ভারতেও সেটাই করতে চাই। ভারতে ২০ উইকেট নিতে না পারলে টেস্ট জেতা যাবে না। আমাদের পেস আক্রমণ ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।’
আরও পড়ুন: চুটিয়ে খেলেছেন কুলদীপের সঙ্গে, ট্রায়াল দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সেও, চেনেন ওমানের এই স্পিনারকে?...
প্রসঙ্গত, ৪২ বছরের খরা কাটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১৯৮৩ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। এবার আবার সেটা করে দেখাতে চাইছেন স্যামিরা। ২ অক্টোবর থেকে শুরু দুই টেস্টের সিরিজ। সেই সিরিজ জিতে ফিরতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: সলমনকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন পাইক্রফ্ট, নেপথ্যে ছিল কে জানলে চমকে যাবেন? ...
ভারতের মাটিতে ভারতকে হারাতে নিউজিল্যান্ডের পরিকল্পনা ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি বলেন, ‘আমরা জেতার মানসিকতা নিয়েই যাব। ভাবব না যে, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা। নিউজিল্যান্ড কী করেছে আমরা দেখেছি। ভারতের পরিবেশে ওরা যেভাবে খেলেছে আমরাও সেটা করতে চাই। ওদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। আশা করি সফল হব।’
