আজকাল ওয়েবডেস্ক: দিয়েগো মারাদোনা কন্যা দালমার চাঞ্চল্যকর দাবি। 

সঠিক চিকিৎসার অভাবে ফুটবলের রাজপুত্রের মৃত্য়ু হয়েছে। এমনই অভিযোগ কিংবদন্তির পরিবারের। এ নিয়ে বিচার শুরু হবে ১১ মার্চ। তার আগেই দালমা বোমা ফাটালেন। এক সাক্ষাৎকারে তিনি কাঁদতে কাঁদতে জানান, তাঁর মা ক্লদিয়া মাফিয়াদের ভয়ে দিন কাটাচ্ছেন।

মাফিয়ারা অর্থ থেকে ক্ষমতা সবকিছু নিয়ন্ত্রণ করে। তবে দালমার দাবি তিনি লড়াই চালিয়ে যাবেন। লড়াই থেকে সরে আসবেন না। দালমা বলেন, ''আমার মা চিন্তিত। মা মাফিয়াদের ভয় পাচ্ছে। মাফিয়ারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু আমি ভয়ডরহীন। আমাকে আসল সত্যিটা জানতে হবে। আমার মা আমাকে চুপ করে থাকতে বলেন। কিন্তু আমি তা পারি না।'' 

সবাইকে অবাক করে মারাদোনা ৬০ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। মারাদোনা প্রয়াত হওয়ার তিন বছর পরে  ঘোষণা করা হয়েছিল আটজন চিকিৎসক এবং নার্সের বিরুদ্ধে বিচার শুরু হবে।

১১ মার্চ বিচার শুরু হওয়ার কথা। তার আগেই দালমার চাঞ্চল্যকর দাবি।