আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে মহম্মদ সামিকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক চলছে। বোর্ডের সঙ্গে তারকা পেসারের দূরত্ব বাড়ছে। তারমধ্যে সামির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন ডেল স্টেইন। খোলসা করলেন পুরোনো একটি ঘটনা। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। স্টেইন জানান, তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ থাকাকালীন, সামিকে দলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেটা রাখা হয়নি।
স্টেইন বলেন, 'আমি যখন সানরাইজার্সের বোলিং কোচ ছিলাম, আমি মহম্মদ সামিকে দলে নেওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু শোনা হয়নি। আমি কোচের দায়িত্ব ছাড়ার পর ওরা সামিকে নেয়।' তারকা পেসারের প্রশংসা করলেও, তাঁর ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী নয় তারকা প্রোটিয়া পেসার। ৩৫ বছর বয়স, তারওপর একাধিক চোট-আঘাত থেকে ফিরেছেন। তিনি মনে করেন, বাকি যাত্রা চ্যালেঞ্জিং হবে। স্টেইন বলেন, 'ফিটনেস এবং ফর্ম আইপিএলে বড় ভূমিকা নেয়। বিশেষ করে বোলারদের ক্ষেত্রে। সবাই বোলারদের ফিট চায়।'
বর্তমানে ছন্দে আছেন বাংলার পেসার। তিনটে রঞ্জি ম্যাচে ১৫ উইকেট নেন। কিন্তু প্রাক্তন প্রোটিয়া পেসার মনে করেন, দলগুলো অতীতের পারফরম্যান্স বিচার করে না। এই প্রসঙ্গে স্টেইন বলেন, 'সামি ফিট থাকলে এবং ফর্মে থাকলে, যেকোনো দলে খেলতে পারে। দলগুলো হয়তো অন্যান্য প্লেয়ারদের দিকে ঝুঁকবে। বলবে, তুমি দেড় বছর আগে ভাল ছিলে, এখন নয়। তাই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।' গতবছর মেগা নিলামে ১০ কোটি দিয়ে সামিকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সাফল্য পাননি। ৯ ম্যাচে ৬ উইকেট পান। রিটেনসন ডেডলাইনের আগে সামিকে ট্রেড করতে চাইছে হায়দরাবাদ। স্টেইন মনে করছেন, জাতীয় দলে ফেরা সামির জন্য কঠিন। পাশাপাশি আইপিএল ভবিষ্যৎ নিয়ে তুললেন প্রশ্ন।
