আজকাল ওয়েবডেস্ক: ভারত ইংল্যান্ড সিরিজের গত চারটি টেস্টের মতোই ওভালের ম্যাচও গিয়ে পৌঁছেছে পঞ্চম দিনের খেলায়। শেষ টেস্টের পঞ্চম দিন অর্থাৎ সোমবার এক অভাবনীয় উত্তেজনার দিকে এগিয়ে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। চতুর্থ দিন শেষে খেলার যা পরিস্থিতি তাতে যেকোনও দলের দিকে খেলা ঘোরার সম্ভাবনা রয়েছে। রবিবারের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৩৩৯ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৫ রান। অন্যদিকে, ভারতের প্রয়োজন চারটি উইকেট। কিন্তু এই প্রবল নাটকের মধ্যেই প্রবেশ ঘটেছে এক নতুন চরিত্রের। সেটি হল পিচের হেভি রোলার। যার ভূমিকা এই পঞ্চম দিনে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সকলেই। চতুর্থ দিনের শুরুতে ভারতের পেসাররা দুর্দান্ত ছন্দে ছিলেন।

বেন ডাকেট নিজের অর্ধশতরানের পরপরই আউট হন। এরপর ওলি পোপকে এলবিডব্লিউ করেন মহম্মদ সিরাজ। এরপরেই ঘটে বিতর্কিত মুহূর্ত—হ্যারি ব্রুকের একটি ক্যাচ বাউন্ডারি লাইনে ধরেন সিরাজ, কিন্তু তার পা লাইনের দড়ির ওপর পড়ে যায়। ফলে ব্রুক বেঁচে যান এবং পরে দুর্দান্ত ১১১ রান করেন। জো রুটও তুলে নেন কেরিয়ারের ৩৯তম টেস্ট শতরান। ইংল্যান্ড যখন একেবারে নিজেদের দখলে নিয়ে নিচ্ছিল ম্যাচ, ঠিক তখনই প্রসিদ্ধ কৃষ্ণ ফেরান ম্যাচে ভারতকে। ব্রুকের পর বেথেল এবং রুট দু’জনেই আউট হন। খেলা তখন চরম উত্তেজনার পর্যায়ে, কিন্তু খারাপ আলোর কারণে খেলা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: পঞ্চম দিন ভেস্তে যাবে বৃষ্টিতে? ওভালের পূর্বাভাস বাড়াচ্ছে আশঙ্কা

এই ঘটনার পর হর্ষ ভোগলে টুইট করে বলেন, ‘খেলা বন্ধ হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছেন, কেন কভার সময়মতো খোলা হয়নি। এখন হেভি রোলার ব্যবহৃত হবে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে’। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিদিনের খেলা শুরুর আগে ব্যাটিং দলের অধিনায়ক রোলার ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। ইংল্যান্ডের অধিনায়ক পোপ যদি হেভি রোলার ব্যবহার করেন, তবে পিচ মসৃণ হয়ে ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে যাবে। ফলে, ৩৫ রান তুলতে আর বেশিক্ষণ লাগার কথা নয়। ভারতীয় বোলারদের বিরুদ্ধে অনেকটাই সহজে কাজ সারতে পারবেন স্মিথরা। জো রুটও সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন, ‘রোলারের প্রভাব ম্যাচে স্পষ্ট। পঞ্চম দিনেও তা কার্যকর হবে কিনা, দেখা যাক। তবে এখনও পর্যন্ত এটা আমাদের পক্ষে কাজ করেছে’।

তবে বর্তমানে ম্যাচের ক্ষেত্রে ইংল্যান্ডের যা অবস্থা তার পুরোপুরি কৃতিত্ব দেওয়া যায় জো রুট এবং হ্যারি ব্রুককে। ম্যাচের চতুর্থ দিনে যখন আক্রমণের দরকার তখন আক্রমণ, আবার কখনও ডিফেন্স করে ক্লান্ত করে দিলেন ভারতীয় পেস ব্যাটারিকে। ১০৬ রানে তিন উইকেট পড়ার পর মনে হয়েছিল, আর কতক্ষণ? ওকস নেই, ইংল্যান্ড লাইন আপকে গুঁড়িয়ে দেবেন সিরাজরা। তাতে জল ঢেলে দিলেন ব্রুক(১১১) এবং রুট(১০৫)। অনবদ্য শতরান দুই ইংরেজ ব্যাটারের। প্রথম ২০টা বল ব্রুক নিজের মতো দেখে নিলেন। তারপর যে রূপ ধরলেন, থামলেন একেবারে আউট হওয়ার সময়। অন্যদিকে, জো রুট ধরে ধরে নিজের কাজটা করে গেলেন। ভাল বলে ডিফেন্স, মারার বলে দেখার মতো শট মেরে শতরান পূর্ণ করেন নিজের।