আজকাল ওয়েবডেস্ক: ৩০ লক্ষের স্পিনারের বাজিমাত। কয়েকদিন আগে আইপিএলের মেগা নিলামে তাঁকে সর্বনিম্ন বেস প্রাইজে কেনে চেন্নাই সুপার কিংস। এবার ইতিহাসের পাতায় সেই বোলার। হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়াদের ফিরিয়ে রেকর্ড হ্যাটট্রিক করলেন শ্রেয়স গোপাল। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অমিত মিশ্রকে ছুঁয়ে ফেললেন কর্ণাটকের স্পিনার। মঙ্গলবার বরোদার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই রেকর্ড করেন। প্রথমে ব্যাট করে ১৭০ রান তোলে কর্ণাটক। রান তাড়া করতে নেমে একটা সময় দারুণ এগোচ্ছিল বরোদা। ১০ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ১০২ রান ছিল। দারুণ খেলছিলেন শাশ্বত রাওয়াত। তাঁকে আউট করে কর্ণাটককে ম্যাচে ফেরান শ্রেয়স। ৩৭ বলে ৬৩ রান করে ফেরেন ছন্দে থাকা ব্যাটার।
এরপর পাণ্ডিয়া ব্রাদার্সদের তুলে নেন। হার্দিক এবং ক্রুনালকে শূন্য রানে ফেরান কর্ণাটকের স্পিনার। হ্যাটট্রিক সম্পন্ন করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ১৯ রানে ৪ উইকেট তুলে নেন। কিন্তু সেটা দলের কাজে লাগেনি। ২৮ রানে অপরাজিত থেকে বরোদাকে জয়ে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটার বিষ্ণু সোলাঙ্কি। ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে জেতে পাণ্ডিয়া ভাইদের দল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়স গোপাল। একনম্বরে রয়েছেন অমিত মিশ্র। ২০১৯ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যাটট্রিক করেন গোপাল। বিরাট কোহলি, মার্কাস স্টোইনিস এবং এবি ডি'ভিলিয়ার্সকে আউট করেন। ২০১৮-১৯ মরশুমে হরিয়ানার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কর্ণাটকের স্পিনার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক আফগানিস্তানের রশিদ খানের। চারবার হ্যাটট্রিক করেন তারকা স্পিনার। গোপাল ১০৩ টি-২০ ম্যাচ খেলেছেন। মোট ১২৪ উইকেট নেন। গড় ১৯.১৩। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রেয়স গোপাল। ৬ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। তারমধ্যে এক ম্যাচে ৫ উইকেট রয়েছে। গড় ৮.৯২।
