আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজার জায়গায় দলে সঞ্জু স্যামসন কেন? চেন্নাই সুপার কিংসের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এই সিদ্ধান্তের ব্যাখা করলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন।
কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় চলা আলোচনার পর অবশেষে স্যামসন ১৮ কোটি টাকায় চেন্নাইয়ে যোগ দিয়েছেন। জাদেজা গিয়েছেন রাজস্থান রয়্যালসে ১৪ কোটি টাকায়।
সিএসকে–র সবচেয়ে সফল খেলোয়াড়দর একজন হিসেবে দীর্ঘ ১২ মরশুম কাটানো জাদেজা তিনবার আইপিএল শিরোপা জিতেছেন এবং ২০২২ মরশুমে দলের নেতৃত্বও দিয়েছেন।
সিএসকের অফিসিয়াল ভিডিওতে কাশী বিশ্বনাথন বলেন, দলে একজন ভারতীয় টপ–অর্ডার ব্যাটারের প্রয়োজন ছিল। যেহেতু নিলামে তেমন বিকল্প থাকবে না, তাই ট্রেড উইন্ডোর সুযোগ নিয়ে তারা সঞ্জু স্যামসনকে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
কেরিয়ারের শেষ পর্যায়ে এসে নতুন সুযোগ নিতে চান। বিশ্বনাথন বলেন, ‘জাড্ডুকে ছাড়া খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে দলের বর্তমান অবস্থার কথা চিন্তা করে ট্রানজিশনের সময় এটি জরুরি ছিল। সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিএসকে সিইও আরও জানান, দলের ভবিষ্যৎ গড়ে তুলতেই স্যামসনকে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘স্যাম কারান ও জাদেজাকে ছাড়া কঠিন সিদ্ধান্ত ছিল। দলের কিছু খেলোয়াড় কেরিয়ারের শেষ পর্যায়ে। তাই আগামী কয়েক বছরের জন্য দল গড়া জরুরি।
এই নিলামটি মিনি-অকশন হওয়ায় সেরা ভারতীয় ব্যাটার পাওয়ার সুযোগ কম। সঞ্জু ৪৫০০ রানের বেশি করেছেন, অভিজ্ঞ ও মাত্র ৩০ বছর বয়সী। তাই তিনি ভবিষ্যতের জন্য চমৎকার সংযোজন।’
জাদেজার বিদায়ে ভক্তদের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, তাও স্বীকার করেন সিএসকে সিইও। তিনি বলেন, ‘ভক্তরা খুবই মনঃক্ষুণ্ণ, আমরা প্রচুর বার্তা পেয়েছি। কিন্তু দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন দরকার ছিল। ভবিষ্যতেও সিএসকে একই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি নিশ্চিত।’
উল্লেখ্য, চেন্নাইয়ের হয়ে ১৮৬ ম্যাচে ১৪৩ উইকেট ও ২১৯৮ রান করে জাদেজা এখন ফিরে গেলেন তার প্রথম আইপিএল দল রাজস্থান রয়্যালসে। রাজস্থানের হয়েই ২০০৮ সালে প্রথমবার আইপিএল জিতেছিলেন রবীন্দ্র জাদেজা।
