আজকাল ওয়েবডেস্ক: দুই দশকের বেশি সময়ের দীর্ঘ ফুটবল পরিক্রমা শেষ ইভান রাকিটিচের। জাতীয় দল থেকে আগেই বিদায় নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবল থেকেও বিদায় নিলেন মেসির সঙ্গে খেলা ক্রোয়েসিয়া তারকা। 

সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ বার্তা রাকিটিচের, ''ফুটবল,তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো। তুমি আমাকে জয়, পরাজয়, শিক্ষা ও আমার জীবনের বন্ধুদের দিয়েছো। আমাকে দিয়েছো অনন্য এক পথ এবং বলার মতো হাজার রকমের গল্প।'' রাকিটিচ চার বছর বয়সে পা রাখেন ফুটবল দুনিয়ায় এফসি বাসেলের কিশোর ও যুব দল হয়ে উঠে আসেন ক্লাবটির সিনিয়র দলে।

২০০৭ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব শালকেতে। কেরিয়ারে সবচেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন সেভিয়ায়। সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়।

ছয় মরশুমে চারটি করে লা লিগা ও কোপা দেল এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ মোট ১৩টি ট্রফি জয় করেন।

ক্রেয়েশিয়ার হয়ে ১০৬টি ম্যাচ খেলেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপে ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।