আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া...। বাবার দেখানো পথই এবার অনুসরণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুত্র। 

১৪ বছরের রোনাল্ডো-পুত্র এবার নিজের কেরিয়ার গড়তে চলেছে পর্তুগালের হয়েই। পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দলে ডাকা হয়েছে তাকে। 

সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে বয়সভিত্তিক দলে খেলছে রোনাল্ডোর ছেলে। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে রোনাল্ডো জুনিয়র খেলবে ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে। 

ক্রোয়েশিয়ায়  ১৩ থেকে ১৮ মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। পর্তুগালের যুব দল খেলবে জাপান,গ্রিস আর ইংল্যান্ডের বিরুদ্ধে। 

সাম্প্রতিক কালে রোনাল্ডো জুনিয়রকে নিয়ে শিরোনাম হয়েছিল সংবাদমাধ্যমে। জানা গিয়েছিল তিনি একটি ম্যাচে একাই ১০ গোল করেছেন। দিনকয়েক আগে গোলের পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সিউউ সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল জুনিয়র রোনাল্ডোকে। এবার পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে মাঠ কাঁপাবেন রোনাল্ডো-পুত্র।