আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু জানিয়ে দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর।
জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গোয়াবের্হা, ব্লুমফন্টেন, ইস্ট লন্ডন ও পার্লে। দক্ষিণ আফ্রিকার মাটিতেই হবে ৪৪টি ম্যাচ। বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবোয়েতে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য দুটি গ্রুপে সাতটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার সিক্সে পৌঁছবে। ২০০৩ বিশ্বকাপেও একই ফরম্যাট ব্যবহৃত হয়েছিল।
আরও পড়ুন:হতে পারতেন বড় চাকুরে, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ডুরান্ড ফাইনালে থামিয়ে দিলেন 'বন্ধু' জবির দৌড়
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলেছে। ফাইনাল হতে পারে জোহানেসবার্গে। ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে? ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? নিশ্চয়তা নেই। কারণ ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে প্রায় ৪০। আর বিরাটের বয়স হবে প্রায় ৩৮।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন বিরাট ও রোহিত। তারও ছয় মাস আগে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছিলেন দুই মহাতারকা। এখন খেলার বলতে শুধু আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ইংল্যান্ড সফরের আগেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল দুই ক্রিকেটারের ২০২৭ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে। তখন গম্ভীর জানিয়েছিলেন, আপাতত ভারতের সামনে বড় আইসিসি ইভেন্ট হল ২০২৬ টি২০ বিশ্বকাপ। সেদিকেই আপাতত নজর। আর রোহিত ও বিরাট রান করতে পারলে ২০২৭ বিশ্বকাপের দলে অবশ্যই থাকবে।
গম্ভীর জানিয়েছিলেন, ‘'৫০ ওভারের বিশ্বকাপের আগে টি২০ বিশ্বকাপ রয়েছে। এবার এটা ভারতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে। ইংল্যান্ডে টেস্ট সিরিজের পর ওটাই মেন ফোকাস। আর বিশ্বকাপের এখনও দুই থেকে আড়াই বছর বাকি রয়েছে।’ এরপরই গম্ভীর যোগ করেন, ‘আগেও বলেছি। এখনও বলছি। পারফর্ম করতে পারলে বয়সটা একটা সংখ্যা মাত্র।’'
ভারতের সামনে একদিনের সিরিজ বলতে সেই অক্টোবরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে খেলতে হবে তিনটি ম্যাচ। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের আরও বেশি করে সুযোগ দিতে চান নির্বাচকরা। প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে কোহলি-রোহিতকে দেখা যায় কিনা সেটা বলবে সময়।
আরও পড়ুন: ম্লান ডায়মন্ডের দ্যুতি, হাফ ডজন গোলে ফের ডুরান্ড নর্থ ইস্টের
