আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রিকেট। এশিয়ান গেমসের পরের আসরেও রয়েছে   ক্রিকেট। ৪১-তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। 

জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে হবে এবারের এশিয়ান গেমস। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। 

এশিয়ান গেমসে এবার নিয়ে চতুর্থবার হবে ক্রিকেট। প্রথম দু'বার, ২০১০ এবং ২০১৪ সালে ক্রিকেট থাকলেও তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়নি।

২০২৩ সালের এশিয়ান গেমসে ফেরানো হয় ক্রিকেট। সে বার ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল। 


২০২৩ সালে পুরুষ বিভাগে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তান রুপো ও বাংলাদেশ ব্রোঞ্জ পেয়েছিল। মহিলাদের বিভাগে ভারত ও বাংলাদেশ জেতে সোনা ও ব্রোঞ্জ। আর শ্রীলঙ্কা পেয়েছিল রুপো। 

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকবে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে তা। মহিলা ও পুরুষ দুই বিভাগে অংশ নেবে ৬টি করে দল। দল বাছাই কীভাবে হবে, তা এখনও জানানো হয়নি।