আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু হচ্ছে ২০ জুন থেকে। 

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরে এসেছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে দেখা যায়নি জ্যাকব বেথেলকে। 

ইংল্যান্ডের হেড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম এই বেথেলকে অন্যতম লিডার বলে উল্লেখ করেছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">May 29, 2025

আইপিএলে বেথেলকে ২.৬ কোটি টাকা দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

মাত্র ২১ বছর বয়স তাঁর। স্কাই স্পোর্টসকে ম্যাকালাম বলেছেন, ''ইতিমধ্যেই ড্রেসিং রুমের লিডার হয়ে গিয়েছে বেথেল। এটাই তো দরকার।'' 

ফিল সল্টের পরিবর্তে আরসিবি-র জার্সিতে কোহলির সঙ্গে ওপেন করেছিলেন জ্যাকব বেথেল। সেই তাঁকেই এবার জাতীয় দলের অন্যতম লিডার বলে মনে করছেন ম্যাকালাম।