আজকাল ওয়েবডেস্ক: একই দিনে জোড়া ধাক্কা খেল ইউরোপিয়ান ফুটবল। বরং বলা ভাল, দুই ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব ওয়ার্ল্ড কাপ ছিটকে গেল এমন দুটি ক্লাবের কাছে, যাদের বিশ্ব ফুটবলে বড় টিম হিসেবে দেখাই হয় না। এবার থেকে হয়তো সেই চিন্তাধারা বদলে যাবে। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল ম্যাঞ্চেস্টার সিটি এবং ইন্টার মিলান। পেপ গুয়ার্দিওলার দলকে হারিয়ে দিল সৌদি আরবের আল-হিলাল এবং ব্রাজিলের ফ্লুমিনেন্সে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে। এদিন ম্যাচের প্রথমার্ধে ৯ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি।
প্রথমার্ধে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণেই ছিল সিটির। কিন্তু দ্বিতীয়ার্ধে আল-হিলাল পুরোপুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। ম্যাচে ফিরতে গুয়ার্দিওলা এরপর রড্রি, নাথান অ্যাকে এবং ম্যানুয়েল আকাঞ্জিকে নামিয়ে রক্ষণ দৃঢ় করার চেষ্টা করেন। এই পরিবর্তনের পরেই আর্লিং হালান্ডের গোলে ম্যাচে সমতা ফেরায় সিটি। অতিরিক্ত সময়ে দুই দলই একাধিক পরিবর্তন করলেও ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ে রুবেন নেভেসের কর্নার থেকে সেন্টার ব্যাক কুলিবালির হেডে ফের এগিয়ে যায় আল-হিলাল।
যদিও কয়েক মিনিটের মধ্যেই রায়ান চেরকির পাস থেকে ফের গোল করে সমতা ফেরান ফিল ফোডেন। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ দিকে আবারও ঝলসে ওঠেন মার্কোস লিওনার্দো। তাঁর গোলেই জয় নিশ্চিত করে আল-হিলাল। শেষ ষোলো থেকে সৌদি লিগের ক্লাব ছিটকে দেয় সিটিকে। অন্যদিকে, একেবারেই ছন্দে না থাকা ইন্টার মিলান একপেশে ম্যাচে হেরে গিয়েছে ফ্লুমিনেন্সের কাছে। জার্মান ক্যানোর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাজিলিয়ান দলটি। পরে হেরকিউলিসের অসাধারণ ফিনিশে ২-০ গোলে জয় নিশ্চিত করে। আল-হিলাল ও ফ্লুমিনেন্সে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আগামী শনিবার।
