আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মনে হচ্ছে রোহিত শর্মার দলে একজন চেতেশ্বর পূজারাকে দরকার। বেঙ্গালুরুতে কিউয়ি পেস আক্রমণের সামনে বিধ্বস্ত হয়েছে ভারত। পুনেতে স্পিন সামলাতেই পারেননি কোহলিরা। ফলে টানা দুটি টেস্ট হেরে ভারতের ব্যাটিং দুর্বলতা বেআব্রু হয়ে গিয়েছে। 

আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে প্রশ্ন তুলেছেন, ''আমরা কি পূজারার অভাব অনুভব করছি?'' পূজারার ধীর স্থির ব্যাটিং, রক্ষণাত্মক নীতি একসময়ে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিল। কঠিন সময়ে পূজারার ব্যাট ভারতকে ভরসা জুগিয়েছে। আকাশ চোপড়া বলছেন, ''পূজারার অভাব বোধ কি করছি আমরা? এটাই বড় প্রশ্ন। অনেকেই হয়তো বলবেন, প্লেয়ার হিসেবে পূজারা এত রান করেছে, অন্যরা এত রান করেছে। একটা সময় আসে যখন এগিয়ে যেতে হয়। সেই কারণে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানেকে ছেড়ে দেওয়া হল।'' 

খেলার সময়ে পূজারার ব্যাটিং কৌশল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। আকাশ চোপড়া সেই প্রসঙ্গে বলছেন, ''টেস্ট ক্রিকেটে এরকম পরিস্থিতি আসে যখন একটা সেশনে উইকেট না হারিয়ে ব্যাট করে যেতে হয়। মাথা নীচু করে ডিফেন্স করে যেতে হয়। চেতেশ্বর পূজারার রক্ষণাত্মক, জৌলুসহীন, পরিশ্রম সাধ্য ক্রিকেট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উইকেটে টিকে থাকা --এমন ক্রিকেট আমরা  মিস করছি। আর এই ব্যাটিং ধস প্রায়ই দেখতে পাচ্ছি।'' 

পূজারা দ্রুত বেগে রান না তুললেও তাঁর উপস্থিতি এই দলে দরকার বলে মনে করেন আকাশ চোপড়া। তিনি বলছেন, ''ধস থামানোর জন্য দলে পূজারার মতো এরকমই একজনকে দরকার।  স্কোরবোর্ড চলছে না কি বন্ধ হয়ে আছে, সেটা দেখার দরকার নেই। পূজারা খেলাকে বিলম্বিত করে। বোলাররা ক্লান্ত হয়ে পড়ে। বল ধীরে ধীরে নরম হয়ে যায়। অন্যদিক থেকে আরেকজন রান করতে থাকে। পূজারার ক্রিকেট স্টাইল মিস করছে ভারত।''