আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে। দুই তারকা ভারতীয় দলে না থাকায় এমনিতেই রক্তাল্পতা টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে। রোহিত ও কোহলির পরিবর্তে কি দুই সিনিয়র ক্রিকেটারকে ডাকবেন গৌতম গম্ভীর? এই দুই সিনিয়র ক্রিকেটার কারা? একজন চেতেশ্বর পূজারা। দ্বিতীয়জন অজিঙ্ক রাহানে। 

টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর কি ইংল্যান্ড সফরের জন্য ফোন করেছেন পূজারাকে? এই প্রশ্নের জবাবে পূজারাকে বলতে শোনা গিয়েছে, ''এখনও পর্যন্ত ফোন করেনি। তবে আমি তৈরি। ওরা আমাকে দলে নেবে কি নেবে না তা আমার জানা নেই। যদি সুযোগ পাই তাহলে গর্বিত হব। একজন ক্রিকেটার হিসেবে যদি আমি ফিট থাকি, যদি দলের প্রতি অবদান রাখতে পারি এবং ঘরোয়া ক্রিকেটে যদি আমার পারফরম্যান্স ভাল হয় এবং প্রস্তুতিও ভাল থাকে, তাহলে দলের সদস্য হতে পারলে আমি খুশিই হব।'' 

শ্রেয়স আইয়ারকে ইংল্যান্ড সফরে কেন নেওয়া হল না? দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ কাইফ। চলতি আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স তাঁর। ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছেন। তবুও টেস্ট দলে জায়গা হচ্ছে না। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, এই মুহূর্তে শ্রেয়সের জায়গা নেই টেস্ট দলে। 

 

এই সব দেখে বিরক্ত কাইফ। তিনি বোর্ডের দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন। ইউটিউবে কাইফ বলেছেন, ''সাই সুদর্শন দুর্দান্ত খেলোয়াড়। কোনও সন্দেহই নেই। আইপিএলে দারুণ খেলার পরে ওকে টেস্ট দলে নেওয়া হয়েছে। আইয়ার বেশ কয়েকদিন ধরেই ভাল খেলছে। ২০২৩ বিশ্বকাপে শ্রেয়স ৫৫০ রান করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএলে ৫১৪ রান করে ফেলেছে। সেই সঙ্গে দলকে নেতৃত্বও দিচ্ছে। একদিকে একজন খেলোয়াড়কে দলে নিচ্ছো সাদা বলে পারফরম্যান্সের নিরিখে অন্য একজনকে কিন্তু তার ভিত্তিতে দলে নিচ্ছো না। এই দ্বিচারিতার কী অর্থ!''