আজকাল ওয়েবডেস্ক:‌ মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত পেয়ে গেল চেন্নাই সুপার কিংস!‌ উর্বিল প্যাটেলের কথা বলছেন নেটিজেনরা। সদ্য ইডেনে উইকেটের পিছনে দাঁড়িয়ে প্রায় ম্যাজিক দেখিয়েছেন গুজরাটের উইকেটকিপার। রঞ্জিতে বাংলার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে সিদ্ধার্থ দেশাইয়ের ডেলিভারি অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ। কানেক্ট না হওয়ায় বল যায় উর্বিলের হাতে। বলটা ধরার পর কয়েক মুহূর্ত অপেক্ষা করেন গুজরাট উইকেটকিপার। শট খেলার রিফ্লেক্সে পপিং ক্রিজে থাকা শাহবাজের বাঁ পা সামান্য উঠতেই বেল ফেলে দেন। রিভিউ দেখে বাংলার অলরাউন্ডারকে আউট ঘোষণা করেন আম্পায়ার।


অতীতে মহেন্দ্র সিং ধোনিকে এমন স্টাম্পিং করতে দেখা গিয়েছে বহুবারই। বল ধরেই তাড়াহুড়ো না করে তিনি অপেক্ষা করেছেন ব্যাটারের পা জমি থেকে ওঠার জন্য। ঠিক সেটাই যেন কপি পেস্ট করেছেন তরুণ উর্বিল। আর করবেন নাই বা কেন? সিএসকের হয়ে আইপিএল খেলার সুবাদে তিনি এখন মহেন্দ্র সিং ধোনির সতীর্থ। শাহবাজকে স্টাম্প করার পরে উর্বিল বলেছিলেন, ‘‌ধোনিভাইকে এভাবে স্টাম্পিং করতে দেখেছি। তবে কিপিং করার সময় এতকিছু ভাবা যায় না। শাহবাজ একটু এগিয়ে খেলছিল। তাই ক্রিজে থাকা পা উপরে তুলবে ভারসাম্য বজায় রাখার জন্য। সেটাই হয়েছে। তবে ধোনির প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, প্র্যাকটিস করে এমন হওয়া যায় না।’‌ 

 

আরও পড়ুন:‌ চোট পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার, এবার তিন ম্যাচের জন্য ছিটকে গেলেন এই অলরাউন্ডার 


প্রসঙ্গত, ইডেনে উর্বিলের সেঞ্চুরি সত্ত্বেও হেরেছে গুজরাট। কিন্তু ওই স্টাম্পিংয়ের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে ভোলেননি চেন্নাইয়ের তরুণ উইকেটকিপার। ক্যাপশনে লিখেছেন, ‘কোনও বই থেকে এটা শিখিনি। কিংবদন্তি স্বয়ং থালার থেকে শিখেছি।’ সেই ভিডিওতে চেন্নাই সুপার কিংসের কমেন্ট, ‘দারুণ স্টাম্পিং’। উর্বিলকে ‘জুনিয়র থালা’ বলেছেন গুজরাটের সতীর্থ রবি বিষ্ণোই। সেই দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা। ধোনির উত্তরসূরি পেয়ে গেল চেন্নাই?‌ 


এটা ঘটনা ২৭ বছরের তরুণের ভারতীয় ক্রিকেটে সবচেয়ে কম বলে শতরান করার নজির রয়েছে। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টিতে ২০২৪ সালে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন উর্বিল। ২০২৫ আইপিএলে তাঁকে দলে নেয় চেন্নাই। আইপিএলে খেলেছেন তিন ম্যাচ। রান ৬৮।