আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলে সব দলই আট, নয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। সবচেয়ে খারাপ দশা চেন্নাইয়ের। ৯ ম্যাচ খেলে জয় দুটিতে। পয়েন্ট মাত্র চার। লিগ টেবিলে সবার শেষে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।


প্লে অফে যাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যা পরিস্থিতি বাকি পাঁচ ম্যাচ জিতলে হবে ১৪। নেট রান রেটের জটিল বিষয় সামনে চলে আসবে। তবে আর একটা ম্যাচ হারলেই চেন্নাইয়ের প্লে অফের আশা প্রায় শেষ।


গন্ডগোলটা কোথায়?‌ চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মতে, নিলামে চেন্নাইয়ের পরিকল্পনাতেই ছিল গলদ। যার মাশুল গুনতে হচ্ছে। ফ্লেমিংয়ের কথায়, ‘‌কেন এরকম হল বলা কঠিন। খেলার ধরন নিয়েও ড্রেসিংরুমে আলোচনা হয়েছে।’‌ এরপরই ফ্লেমিংয়ের সংযোজন, ‘‌এতদিন একটা কোর গ্রুপ ছিল। যার জন্য দলটা ভাল খেলে এসেছে। কিন্তু এবার দলে অনেক নতুন ক্রিকেটার রয়েছে।’‌


এরপরই ফ্লেমিং বলে দিয়েছেন, ‘‌নিলামে অন্যান্য দলগুলো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করেছে। আমরা করতে পারিনি। তাই ব্যর্থতার দায়টা আমাদেরই নিতে হবে। হয়ত নিলামে আরও ভাল প্লেয়ার নেওয়া যেত। কিন্তু তা হয়নি। তবে এটাকে অজুহাত বলছি না।’‌


যদিও ফ্লেমিং বলছেন, ‘‌নিলামের মধ্যে কোনও বিজ্ঞান নেই। একটা নড়বড়ে ব্যাপার। এটা অনেকটা ২৫টি বাড়ি কেনার মতো। তাই শেষে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে যেতে পারেন। তবুও বলব আমাদের দলটা বেশ ভাল।’‌ 


রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্করের মতো ক্রিকেটাররা এবার ফ্লপ। তবে আয়ূষ মাত্রে, শেখ রশিদ, ডেওয়াল্ড ব্রেভিস পরের মরসুমের জন্য আশা জাগাচ্ছেন। ফ্লেমিংয়ের মতে, খেলার স্টাইল নিয়ে এবার ভাবার সময় এসেছে। তবে রুতুরাজ গায়কোয়াড়ের চোটটা যে দলের ক্ষতি করেছে তা মেনে নিয়েছেন ফ্লেমিং। ফ্লেমিংয়ের মতে, ‘‌কয়েকটা চোট সমস্যা তৈরি করে দিল। ফর্মের কথাও বলতে হবে। এজন্য পরিকল্পনা ভেস্তে গেছে।’‌