আজকাল ওয়েবডেস্ক: পরের আইপিএলে খেলবেন ধোনি? কোটি টাকার প্রশ্ন। এটা ঘটনা, মাহির আইপিএল অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে জানা যাচ্ছে, শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে তিনি খেলবেনই, এমনটাই জানিয়ে দিয়েছে চেন্নাই।
একাধিক সংবাদমাধ্যমে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনি পরের বছর আইপিএল খেলবেন। তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনিকে পরের বছর পাওয়া যাবে। ধোনি এখনও না বলেনি। তাই ও খেলবে ধরে নিয়েই আমরা এগোচ্ছি।’
এটা ঘটনা, আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই ধোনির সঙ্গে বৈঠকে বসতে পারেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং। পরের বছরের দলগঠন নিয়ে আলোচনা করা হবে। মাসখানেক আগে চার দিনের একটি ট্রায়ালের আয়োজন করেছিল চেন্নাই। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটের কয়েক জন উঠতি প্রজন্মের ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।
প্রসঙ্গত, গত মরসুমে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল চেন্নাই। তাই দলে বেশ কিছু বদল আসতে পারে। অনেক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। বিকল্প উইকেটকিপার হিসাবে উর্বিল প্যাটেলের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি, সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য আরও একবার রাজস্থানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই। তবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি।
আইপিএলে ধোনি ২০০৮ থেকে এখনও অবধি ২৪৮ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪৮৬৫। চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচ বার। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে।
